কিংবদন্তি চিত্র পরিচালক গুরু দত্তের জন্মশতবর্ষে বিশেষ সম্মান জানাতে চলেছে ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন’। ২০২৫ সালের চলচ্চিত্র উৎসবে প্রয়াত পরিচালককে শ্রদ্ধা জানিয়ে তাঁর তৈরি দুটো ছবির বিশেষ প্রদর্শনের আয়োজন করা হয়েছে। ভারতীয় সিনেমার স্বর্ণযুগের অংশ হিসেবে ‘পিয়াসা’ ও ‘কাগজ কে ফুল’, গুরু দত্তের দুটো আইকনিক ছবি দেখানো হবে মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে।
‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন’-এর ডিরেক্টর মিতু ভৌমিক লাঙ্গে বলেন, ‘গুরু দত্ত তাঁর সময়ের থেকে অনেকটাই এগিয়ে ছিলেন, সিনেমার টেকনিক বা গল্পের আবেগ, যে কোনও বিষয়ই। ওঁর ‘পেয়াসা’ বা ‘কাগজ কে ফুল’-এর মতো সিনেমাগুলি শুধু ক্লাসিকই নয়, ভারতীয় সিনেমার অন্তরাত্মার কথা বলে এই ছবিগুলি। আইএফএফএম-এ আমরা বিশ্বাস করি যাঁরা আমাদের সিনেমার পরম্পরাকে গড়ে তুলেছেন তাঁদের সম্মান জানানো বিশেষ প্রয়োজন। ওঁর প্রতিভাকে সম্মান জানানোর জন্য এবং কালজয়ী কাজ বিশ্বের দরবারে তুলে ধরার একটা ছোট্ট প্রচেষ্টা।’
জাজবাত বাংলায় আরও পড়ুন
১৯২৫ সালের ৯ জুলাই গুরু দত্ত জন্মগ্রহণ করেন। তাঁর হাত ধরেই ভারতীয় সিনে দুনিয়া কিছু অমূল্য ছবি উপহার পেয়েছে। ওঁর গল্প বলার অনন্য ধরন, দুর্দান্ত ছবি তৈরির কায়দা, গভীর আবেগ, পর্দায় ছবিগুলিকে আরও জীবন্ত করে তুলত। যা দর্শক দেখতে ভালোবাসতেন। কয়েক দশক আগে তিনি আমাদের ছেড়ে গেছেন। কিন্তু তাঁর কালজয়ী কাজের মধ্যে দিয়ে তিনি আজও অমর। জন্মের ১০০ বছর পর, আজও নবীন প্রজন্মের মানুষ তাঁর কাজের ভক্ত। ‘সাহেব বিবি অউর গোলাম’, ‘সাঁঝ অউর সভেরা’ ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য কাজ।
অন্যদিকে কিছুদিন আগেই এই ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অফ মেলবোর্নে প্রধান অতিথি হিসেবে বলিউড তারকা আমির খানের উপস্থিতির কথা জানানো হয়। আগামী ১৪ অগাস্ট থেকে শুরু হচ্ছে উৎসব। চলবে ২৫ অগাস্ট পর্যন্ত। আয়োজকদের তরফেই আমিরের উপস্থিতির কথা ইনস্টাগ্রামে পোস্ট করে জানানো হয়। আমিরের পাশাপাশি অতিথি হিসেবে অভিনেতা ও কমেডিয়ান বীর দাসও উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
আরও পড়ুন
আইএফএফএম-এর তরফে করা পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘মেলবোর্নে ১৬তম আইএফএফএম-এর জন্য অতিথি হিসেবে আসতে চলা আমির খানকে স্বাগত জানান। ভারতীয় সিনেমায় গল্প বলার ধরনে বদল নিয়ে আসা থেকে শুরু করে বক্স অফিস রেকর্ড ভাঙা এবং প্রতিটি ছবিতে নিজের সৃজনশীল সীমা অতিক্রম করার চেষ্টা — আমির খান এমন এক কিংবদন্তি, যিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে সিনেপ্রেমীদের গড়ে তুলেছেন।