সুদীপ্ত চট্টোপাধ্যায়
রাজ্যে ফের বড়সড় বিনিয়োগের পথে টাটা গোষ্ঠী? সিঙ্গুর এপিসোডের পর ফের এই প্রশ্ন অনিবার্য হয়ে উঠল প্রশাসনিক মহলে। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরনের হাইপ্রোফাইল বৈঠকের পর এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক স্তরেও। বাম আমলে টাটার ১লাখি গাড়ি ‘ন্যানো’ তৈরির জন্য সিঙ্গুরে জমি দেওয়া হয়েছিল টাটা গোষ্ঠীকে।
মাত্র এক টাকার বিনিময়ে প্রায় এক হাজার একর টাটা গোষ্ঠীকে এই একলাখি গাড়ি তৈরির জন্য তুলে দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। যদিও অনিচ্ছুক কৃষকদের থেকে জোর করে জমি নিয়ে টাটা গোষ্ঠীকে দেওয়া হয়েছিল এই অভিযোগ তুলে সিঙ্গুর আন্দোলন করেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী ও বর্তমানের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই।
জাজবাত বাংলায় আরও পড়ুন
সেই আন্দোলনের জেরেই শেষ পর্যন্ত সিঙ্গুরে জমি ছেড়ে দিতে হয় টাটা গোষ্ঠীকে। বলা ভালো, ৩৪ বছরের বাম জমানার অবসান ঘটিয়ে রাজ্যের রাজনৈতিক পালাবদলে অনুঘটকের ভূমিকা পালন করেছিল এই সিংহ আন্দোলন। ২০১১ সালে ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। ক্ষমতায় এসেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন বিনিয়োগের জন্য যে কোনো সংস্থাকে এ রাজ্যে আহ্বান জানানো হবে।
গত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে টাটা গোষ্ঠীর কর্ণধাররাও উপস্থিত ছিলেন এবং ইতিমধ্যেই টিসিএস নিউটাউনে রাজ্যের তথ্যপ্রযুক্তি শিল্প পার্কে মোটা অংকের বিনিয়োগের জন্য রাজ্য সরকারের কাছ থেকে জমি পেয়েছেন এবং সেই প্রকল্পের কাজও শুরু হয়েছে। এই পরিস্থিতিতে স্বয়ং টাটা গোষ্ঠীর চেয়ারম্যানের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হাই প্রোফাইল বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ মনে বলে মনে করছে প্রশাসনিক মহলও।
বৈঠকে রাজ্যে টাটা গোষ্ঠীর উপস্থিতি আরও প্রসারিত করার বিষয়ে মতবিনিময় হয়। বাংলাকে ভবিষ্যতমুখী শিল্প নেতৃত্বের কাছে একটি অন্যতম গন্তব্য হিসাবে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। আলোচনায় উঠে আসে তথ্যপ্রযুক্তি, উৎপাদন শিল্প, এবং পরিকাঠামো উন্নয়নের বিষয়ও। নবান্ন সূত্রে খবর, রাজ্যের সঙ্গে টাটা গোষ্ঠীর সহযোগিতার সম্ভাব্য নতুন ক্ষেত্র নিয়েও কথাবার্তা হয়েছে।
আরও পড়ুন
শাসকদলের তরফে সমাজমাধ্যমে জানানো হয়েছে, “বাংলায় টাটা গোষ্ঠীর উপস্থিতি আরও দৃঢ় করতেই আজকের আলোচনা। বাংলার শিল্পবান্ধব পরিকাঠামো ও নীতি আগামিদিনে বৃহৎ বিনিয়োগের পথ খুলে দেবে।” তাহলে কি সিঙ্গুর পর্ব টাটা গোষ্ঠীর কাছে এখন ইতিহাস? রাজ্যের মূল সচিবালয় আধিকারিকরাও এই প্রশ্নের উত্তর খুঁজছেন। সিঙ্গুর পর্বের পর বুধবার ফের টাটা গোষ্ঠীর চেয়ারম্যানের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক নতুন সম্ভাবনা তৈরি করেছে বলে মনে করা হচ্ছে।