সুদীপ্ত চট্টোপাধ্যায়
পশ্চিমবঙ্গ সংক্রান্ত নীতি আয়োগের সামারি রিভিসনে পশ্চিমবঙ্গের মানচিত্রের বদলে বিহারের মানচিত্র ব্যবহার করা নিয়ে ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগ এর মত দেশের অগ্রণী প্রতিষ্ঠানের এধরনের কাজে খুব প্রকাশ করে মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান সুমন কুমার বেরি-কে। চিঠিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন নীতি আয়োগ এর মত জাতীয় অগ্রণী প্রতিষ্ঠান এ ধরনের কাজ শুধু মনোযোগহীন হয়ে কাজের উদাহরণ নয় পশ্চিমবঙ্গের মত অঙ্গরাজ্যেকে মর্যাদাহানির সামিল।
মুখ্যমন্ত্রীর মতে, নীতি আয়োগ এর মত দেশের জাতীয় নীতি নির্ধারণকারি সংস্থা এ ধরনের ভুল শুধু এই জাতীয় সংস্থার কাজের দক্ষতা, সত্যতা ও নির্ভরযোগ্যতা নিয়ে যেমন প্রশ্ন তুলে দিয়েছে তেমনি জাতীয় নীতি নির্ধারণের ক্ষেত্রেও এই অগ্রণী প্রতিষ্ঠান ভূমিকা কতটা যথাযথ তা নিয়েও প্রশ্ন তুলে দেয়। এ ধরনের ভুল তথ্য প্রকাশের জন্য প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই ভুল সংশোধনের দাবী জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে পশ্চিমবঙ্গের মতো অঙ্গরাজ্যের মর্যাদা হানির জন্য ক্ষমাপ্রার্থনা সহ নীতি আয়োগকে সংশোধনী প্রকাশ করতে হবে বলেও চিঠিতে উল্লেখ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জাজবাত বাংলায় আরও পড়ুন
উল্লেখযোগ্য গত বছরে দিল্লিতে নীতি আয়োগের সভায় উপস্থিত হয়েও নিজের বক্তব্যের মাঝপথে সভা ছেড়ে বেরিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিষয় নিয়ে তাকে বলতে দেওয়া হয়নি এবং তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়েছে একাধিকবার বলে অভিযোগ জানিয়েছিলেন মমতা। এমনকি নীতি আয়োগ এর বৈঠকের তিনি আর যোগ দেবেন না বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
সেই মোতাবেক চলতি বছরের নীতি আয়োগ এর বৈঠকে যোগ দেয়নি পশ্চিমবঙ্গ। তবে রাজ্যের সচিব স্তরের মাধ্যমে রাজ্যের প্রয়োজনীয় নথি ও দাবি দেওয়া নীতি আয়োগ এর কাছে যথাসময়ে বিধি মেনেই পাঠানো হয়েছে। সেই সংক্রান্ত সামারি রিভিশনের প্রকাশ করেছে নীতি আয়োগ।
পশ্চিমবঙ্গ রাজ্যের এই সামারি রিভিশনেই নীতি আয়োগ এর রিপোর্টে পশ্চিমবঙ্গের মানচিত্রের নাম করে বিহারের মানচিত্র প্রকাশ করা হয়েছে। আর তাতেই বেজায় চটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নীতি আয়োগ এর মত দেশের গুরুত্বপূর্ণ সংস্থার কাজে এই ভুল যে সাধারণ ভুল নয় তা উল্লেখ করে রাজ্যের মর্যাদাহানি করার জন্যই এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।