অগাস্টেই দেশের জার্সিতে নামবেন রো-কো? বাংলাদেশ সফর বাতিল করে কোন সিরিজের তোড়জোড় ভারতীয় বোর্ডের?

❤️ Like 🔄 Share 👁️ 0 Share on WhatsApp অগাস্টে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। সেখানে ৩ টি করে টি-টোয়েন্টি এবং ৫০ ওভারের ম্যাচ খেলার কথা ছিল তাদের। কিন্তু সম্প্রতি স্থগিত হয়ে গিয়েছে সেই সিরিজ। বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশে খেলতে যাচ্ছে না ভারতীয় দল। এই পরিস্থিতিতে এ বার সামনে এল … Continue reading অগাস্টেই দেশের জার্সিতে নামবেন রো-কো? বাংলাদেশ সফর বাতিল করে কোন সিরিজের তোড়জোড় ভারতীয় বোর্ডের?