তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত্যু স্কুটিচালকের। পুলিশ সূত্রে খবর, হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী পুরী থেকে গাড়িতে চেপে ফিরছিলেন। সেই সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হয় একজনের। ইতিমধ্যে গাড়িটির চালককে ওড়িশা পুলিশ আটক করেছে বলে জানা যাচ্ছে। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। সূত্রের খবর, গাড়ির সামনেই বসেছিলেন তৃণমূল বিধায়ক। তাঁর কিছু হয়নি বলেই দাবি।
জানা যাচ্ছে, গৌতম চৌধুরী গিয়েছিলেন বালেশ্বর। গাড়িতে বিধায়ক ছাড়াও তাঁর স্ত্রী, দাদা ও বৌদিও ছিলেন বলে খবর। বালেশ্বর থেকে পুরীতে জগন্নাথ দর্শন সেরে ফিরছিলেন তাঁরা। আচমকা গাড়ির সামনে একটি স্কুটি চলে আসে বলে দাবি। শুধু তাই নয়, ধাক্কাও লাগে স্কুটিটির সঙ্গে। কার্যত কিছুটা এগিয়ে গাড়িটি থেমে যায়। ভয়াবহ এই ঘটনায় রাধাকান্ত লেনকা নামে এক ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ওড়িশা থানার পুলিশ।
জাজবাত বাংলায় আরও পড়ুন
ঘটনায় আরও এক জনকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এক সংবাদমাধ্যমের দাবি, গাড়িটি দ্রুত গতিতে চলছিল। নিয়ন্ত্রণ হারিয়েই এই ঘটনা বলে মনে করা হচ্ছে। তবে তৃণমূল বিধায়কের কোনও আঘাত লাগেনি। কিছু হয়নি গাড়িতে থাকা পরিবারের সদস্যদের। তবে বিধায়কের স্ত্রীর পায়ে চোট লেগেছে বলে খবর। ইতিমধ্যে গৌতম চৌধুরীর হাওড়ার বাড়িতে ফিরে এসেছেন বলে জানা গিয়েছে। যদিও দুর্ঘটনা প্রসঙ্গে এখনও পর্যন্ত বিধায়কের তরফে কোনও বার্তা পাওয়া যায়নি। এমনকী দলের তরফেও কিছু জানা যায়নি।