আরও একটা সেতু বিপর্যয় গুজরাতে। মোরবীকাণ্ডের স্মৃতি সে রাজ্যের মানুষের কাছে এখনও টাটকা। এর মধ্যেই আরও একটি ব্রিজ ভেঙে পড়ল। গুজরাতের মহিসাগর জেলার গম্ভীরা নদীর উপর একটি সেতুর একেবারে মাঝখান থেকে ভেঙে পড়ে। ভয়াবহ ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত বহু মানুষ। প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা যাচ্ছে একেবারে বিপদজনক ভাবে ব্রিজটি ভেঙে পড়ছে। এই ঘটনায় প্রশ্নের মুখে গুজরাতের বিজেপি সরকার।
ইতিমধ্যে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। আক্রমন শানিয়েছে শাসকদল তৃণমূলও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুরানো এক বক্তব্যকে হাতিয়ার করে সোশ্যাল মিডিয়ায় তোপ তৃণমূলের। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে শাসকদলের দাবি, ‘মোরবি বিপর্যয়ের স্মৃতি ফিরিয়ে দিল বডোদরা! যেখানে ভেঙে পড়েছে গুজরাতের বডোদরা ও আনন্দ শহরকে সংযুক্তকারী মহিসাগর নদীর উপর গম্ভীরা সেতু; বিপজ্জনকভাবে আটকে রয়েছে তেলের ট্যাংকার। ইতিমধ্যেই বেশ কয়েকজনের মৃত্যুর খবর সামনে এসেছে।’
জাজবাত বাংলায় আরও পড়ুন
এরপরেই প্রধানমন্ত্রীকে একহাত নিয়ে সোশ্যাল মিডিয়াতেই তৃণমূলের দাবি, ‘মোদীজি এবার কী বলবেন এই ঘটনা ‘অ্যাক্ট অফ গড’ নাকি ‘অ্যাক্ট অফ ফ্রড’? এই ইস্যুতে প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ শানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও। তিনি বলেন, এখন প্রধানমন্ত্রী কী বলবেন? এটা কি ‘অ্যাক্ট অফ ফ্রড’? মোরবীকাণ্ডের ঘটনা টেনে প্রাক্তন তৃণমূল সাংসদের দাবি, মোরবীর সেতু ভেঙে শতাধিকেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। সেটাও ছিল গুজরাতেই! এর মধ্যে আরও একটি সেতু বিপর্যয়। ঘটনায় অবিলম্বে, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন কুণাল ঘোষ।
বলে রাখা প্রয়োজন, ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের আগে ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটে পোস্তায়। ভেঙে পড়ে নির্মীয়মাণ একটি উড়ালপুল। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, এই বিপর্যয় আসলে ‘অ্যাক্ট অফ গড’। কিন্তু এহেন মন্তব্যের তীব্র কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুন
বাংলায় নির্বাচনী প্রচারে এই ইস্যুতে শাসকদলকে তীব্র আক্রমণ শানান। আর তা বলতে গিয়ে মুখ্যমন্ত্রীর করা ‘অ্যাক্ট অফ গড’ মন্তব্যকেম কটাক্ষ করেন। প্রধানমন্ত্রী মন্তব্য করেন, ‘অ্যাক্ট অফ গড’ নয়, বরং ‘অ্যাক্ট অফ ফ্রড’। শুধু কুণাল ঘোষই, মোদীর এহেন পুরানো বক্তব্যকে হাতিয়ার করেই এদিন একাধিক শাসকদলের মন্ত্রী বিধায়ক বিজেপি সরকার এবং মোদীকে একহাত নিলেন।
