নারী অধিকার খর্ব করার ভুরি-ভুরি উদাহরণ রয়েছে ২০২১ পরবর্তী তালিবান শাসিত আফগানিস্তানে। ক্ষমতায় এসেই মহিলাদের শিক্ষা থেকে স্বাধীনতা সবেতেই পরানো হয়েছে বেড়ি। পা থেকে মাথা পর্যন্ত ঢাকা থেকে শুরু করে একা বাড়ি থেকে না বেরোনো, মহিলাদের জন্য সব নিষিদ্ধ আফগানিস্তানে। সেই কাবুলিওয়ালার দেশেই ৬ বছরের এক শিশুকন্যার সঙ্গে ৪৫ বছরের এক ব্যক্তির বিয়ে হল।
যে ব্যক্তির সঙ্গে নাবালিকার বিয়ে দেওয়া হয়েছে তাঁর দুই স্ত্রী। তাঁর উপর তৃতীয় বিয়ে ছ’বছরের শিশুকে। এক আফগান সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন বলছে, মারজাহ প্রদেশে দু’জনের নিকাহ অর্থাৎ বিয়ে হয়েছে। যদিও ঘটনার কথা জানতে পেরে পুলিশ সেখানে হাজির হয় এবং বর-সহ কনের বাবাকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তির দাবি, তিনি বিয়ের জন্য শিশুর বাবাকে মোটা টাকা দিয়েছেন।
জাজবাত বাংলায় আরও পড়ুন
পুলিশ জানিয়েছে মেয়েটির বাড়ির তরফে কোনও অভিযোগ দায়ের হয়নি। সব থেকে চমকে দেওয়ার মতো ব্যাপার, স্থানীয় তালিবান প্রশাসন জানিয়ে দিয়েছে, ছ’বছর বড্ড ছোট। তাই ওই ব্যক্তি যেন শিশুর ন’বছর বয়স হলে তাকে শ্বশুরবাড়ি নিয়ে যান। সুতরাং, তত দিন অপেক্ষা।
আরও পড়ুন
আফগানিস্তানে কোনও শিশুর সঙ্গে প্রৌঢ় বা বয়স্ক ব্যক্তির বিয়ে দেওয়ার রেওয়াজ নতুন নয়। যখন তালিবান শাসন ছিল না, তখনও এই ধরনের ঘটনা ঘটত আকছার। ২০২৪ সালে প্রকাশিত রাষ্ট্রসঙ্ঘের আফগানিস্তানে নারীর অবস্থা সংক্রান্ত রিপোর্ট জানাচ্ছে, সাম্প্রতিকালে আফগানিস্তানে শিশু বিবাহের হার আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে ২৫ শতাংশ।
ইউনিসেফ জানিয়েছে, বিশ্বের সবচেয়ে বেশি বাল্যবধূ থাকে আফগানিস্তানেই। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালত ২ তালিবান নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। অভিযোগ, মহিলা এবং নাবালিকাদের প্রতি দুর্ব্যবহারের করতেন তাঁরা।