জাতীয় স্তরের এক সাংবাদিক সম্মেলনে বাংলা ভাষা অবজ্ঞার অভিযোগ তুলে সম্প্রতি এক খোলা চিঠি লিখেছিলেন বর্ষীয়ান অভিনেতা ও পরিচালক বুম্বাদা। তবে সেই বিতর্কের প্রেক্ষিতে এবার তিনি নিজেই প্রকাশ্যে ক্ষমা চাইলেন। চিঠিতে নিজের অবস্থান ব্যাখ্যা করে অভিনেতা লেখেন, “আমি ভুল বুঝেছি, আমার বলা কথায় যদি কারোর মনে আঘাত লেগে থাকে, আমি দুঃখিত।”
সম্প্রতি একটি হিন্দি ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে বাংলা ভাষায় প্রশ্ন করা এক সাংবাদিকের প্রশ্ন এড়িয়ে যাওয়ার ঘটনার প্রতিবাদে সোচ্চার হন বুম্বাদা। তিনি অভিযোগ করেন, মঞ্চে উপস্থিত সকলেই মূলত ইংরেজিতে কথা বলছিলেন, আর বাংলা প্রশ্ন করা মাত্র যেন এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। এরপরই এই প্রসঙ্গে নিজের কষ্টের কথা তুলে ধরেন একটি আবেগঘন খোলা চিঠিতে।
তবে পরে, সেই ঘটনার প্রতিক্রিয়া ও ব্যাখ্যা পাওয়ার পর নিজের অবস্থানে খানিকটা সংশোধন করে বুদ্ধদা লিখেছেন, “সব কথার সব প্রতিক্রিয়া ভাবতে পারিনি। অনেক কিছু আবেগপ্রবণ হয়ে লিখে ফেলেছিলাম। আমি বুঝেছি, আমাদের ভাবনায় আরও সহনশীল হওয়া উচিত।”
জাজবাত বাংলায় আরও পড়ুন
এই আত্মস্বীকৃত ক্ষমা চাওয়া ঘিরে ইতিমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তাঁর আত্মসমালোচনার মনোভাবকে সাধুবাদ জানিয়েছেন, আবার একাংশের মতে, “তথ্য যাচাই না করেই মন্তব্য করা এক বিশিষ্ট শিল্পীর পক্ষে কাম্য নয়।”
চিঠির শেষে বুম্বাদা লেখেন, “আমি দুঃখিত যদি আমার বলা কথায় কারোর আঘাত লেগে থাকে। আমি চাই ভবিষ্যতে এই ধরনের ঘটনাগুলি নিয়ে আলোচনার পথে এগোনো হোক, বিতর্কের নয়।”
এই মন্তব্যে স্পষ্ট, শিল্পী নিজে ভাষা ও সংস্কৃতির মর্যাদা নিয়ে সংবেদনশীল হলেও, অযথা উত্তেজনা ছড়িয়ে দেওয়ার পক্ষপাতী নন।