মানত ফলেছে জানাতে মন্দিরে যাওয়ার পথে ভেঙে পড়ল গম্ভীরা সেতু। স্বামী, সন্তান হারিয়ে অকুল পাথারে সোনাল

❤️ Like 🔄 Share 👁️ 0 Share on WhatsApp মঙ্গলবার সকালে গুজরাটের ভদোদরা জেলায় মাহিসাগর নদীর উপর ৪০ বছর পুরনো গম্ভীরা সেতু ভেঙে পড়ে। সেই সময় পরিবার নিয়ে ভ্যানে করে ভবনগরের বাগদানা বাবা সীতারাম মন্দির থেকে ফিরছিলেন ৩৮ বছরের রমেশ পাধিয়ার, স্ত্রী সোনাল, চার বছরের মেয়ে বেদিকা ও এক বছরের ছেলে নৈতীক। সেতু ভেঙে পড়তেই … Continue reading মানত ফলেছে জানাতে মন্দিরে যাওয়ার পথে ভেঙে পড়ল গম্ভীরা সেতু। স্বামী, সন্তান হারিয়ে অকুল পাথারে সোনাল