তিন দশকের অপেক্ষার পর উলারে গোলাপি পদ্মের ঢল! কাশ্মীর জুড়ে খুশির হাওয়া

❤️ Like 🔄 Share 👁️ 0 Share on WhatsApp তিন দশক পর উলারে দেখা মিলল গোলাপি পদ্মের । ৩০ বছর পর আবার গোলাপি পদ্মের আভায় ভরে উঠেছে কাশ্মীরের গোটা উলার হৃদ। ফুল ফুটতেই পদ্ম চাষি এবং স্থানীয় মানুষের মধ্যে খুশির হাওয়া। বহু বছর পর হলেও এক প্রকার দুর্লভ এই ফুল ফোটা স্থানীয় অর্থনীতি এবং প্রাকৃতিক … Continue reading তিন দশকের অপেক্ষার পর উলারে গোলাপি পদ্মের ঢল! কাশ্মীর জুড়ে খুশির হাওয়া