মেয়ে রাজ্যের প্রতিশ্রুতিমান টেনিস খেলোয়াড়। চালান নিজস্ব একটি অ্যাকাডেমিও। কিন্তু ইনস্টাগ্রামে নিজের রিল বানানোয় তাঁর ছিল অত্যধিক আসক্তি। তাই মেয়েকে গুলি করে হত্যা করে ফেললেন বাবা। বৃহস্পতিবার এমন হাড় হিম করা ঘটনারই সাক্ষী থাকল হরিয়ানার গুরুগ্রাম। মৃতার নাম, রাধিকা যাদব। রিল বানানোয় অত্যধিক আসক্তির কারণেই বাবার হাতে তাঁকে খুন হতে হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।
জাজবাত বাংলায় আরও পড়ুন
ইংল্যান্ডের বুকে চলছে টেনিসের অন্যতম ঐতিহ্যবাহী প্রতিযোগিতা উইম্বলডন। এই সময়েই ২৫ বছর বয়সী টেনিস খেলোয়াড়ের খুনের ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে দেশ জুড়ে। পুলিশ সূত্রে খবর, হরিয়ানাকে রাজ্যস্তরের টেনিসে প্রতিনিধিত্ব করা রাধিকার বাড়ি গুরুগ্রামের সেক্টর-৫৭ তে। এদিন সকাল সাড়ে ১০ টা নাগাদ নিজের বাড়িতেই বাবার হাতে মোট তিনবার গুলিবিদ্ধ হন এই তরুণী। এরপর পরিবারের বাকি সদস্যরা তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেও লাভ হয়নি। চিকিৎসা শুরু হওয়ার পরেও মৃত্যু হয় রাধিকার।
অভিযুক্ত বাবাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে বন্দুকটিও। জানা যাচ্ছে, হরিয়ানার অন্যতম প্রতিশ্রুতিমান টেনিস খেলোয়াড় হিসেবে একাধিক পদক জিতেছেন রাধিকা। সেই সঙ্গে একটি টেনিস অ্যাকাডেমিও চালাতেন। যেখানে কোচিং করাতেন তিনি নিজেই। কিন্তু এর পাশাপাশি ইনস্টাগ্রামে নানা রকম রিল ভিডিও-ও বানাতেন রাধিকা। পুলিশ মনে করছে, এতে ক্ষুব্ধ হয়েই হিতাহিত জ্ঞান হারিয়ে গুলি চালিয়েছেন অভিযুক্ত বাবা।
আরও পড়ুন
সেক্টর-৫৬ থানার ওসি জানিয়েছেন, খবর পেয়ে তাঁরা হাসপাতালে গিয়ে দেখা করেন রাধিকার কাকার সঙ্গে। কিন্তু তিনি কিছু বলতে না চাওয়ায় ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানেই তারা জানতে পেরেছে, গুলি চালিয়েছে স্বয়ং রাধিকার বাবা। তাঁকে গ্রেফতার করার পাশাপাশি তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন সেক্টর-৫৬ থানার ওসি। ইনস্টাগ্রামে রিল বানানোর জন্যই এই নৃশংস হত্যাকাণ্ড নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? খতিয়ে দেখছে পুলিশ।