ক্রিকেট ঈশ্বরের মুকুটে নয়া পালক, এমসিসি যাদুঘরে উন্মোচিত সচিনের প্রতিকৃতি, লর্ডসে ঘন্টাও বাজালেন মাস্টার ব্লাস্টার

❤️ Like 🔄 Share 👁️ 0 Share on WhatsApp আরও একটি পালক যুক্ত হল ‘ক্রিকেটের ঈশ্বর’ সচিন তেন্ডুলকরের মুকুটে। বৃহস্পতিবার লন্ডনের এমসিসি মিউজিয়ামে উন্মোচিত হল তাঁর একটি প্রতিকৃতি। তুলির আঁচড়ে যা ফুটিয়ে তুলেছেন বিখ্যাত চিত্রশিল্পী স্টুয়ার্ট পিয়ার্সন রাইট। জানা যাচ্ছে, চলতি ২০২৫ মরশুমের শেষ পর্যন্ত এই ছবিটি থাকবে বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম এমসিসি যাদুঘরে। তারপর সেটির … Continue reading ক্রিকেট ঈশ্বরের মুকুটে নয়া পালক, এমসিসি যাদুঘরে উন্মোচিত সচিনের প্রতিকৃতি, লর্ডসে ঘন্টাও বাজালেন মাস্টার ব্লাস্টার