অপারেশন সিঁদুর নিয়ে বড় দাবি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের। একইসঙ্গে নিন্দুকদেরও একহাত নিলেন তিনি। বিদেশি সংবাদমাধ্যমগুলিকেও নিশানা অজিত দোভালের। দেশীয় প্রযুক্তির ভূয়সী প্রশংসা করে দোভাল বলেন, ভারতের মাটিতে একটা আঁচড়ও কাটতে পারেনি পাকিস্তান। নিন্দুকদের তাঁর চ্যালেঞ্জ, ‘এমন একটা ছবি দেখান যেখানে পাক হামলায় ভারত ক্ষতিগ্রস্ত হয়েছে।’
আইআইটি মাদ্রাজের ৬২ তম সমাবর্তন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন অজিত দোভাল। অপারেশন সিঁদুর নিয়ে এই প্রথম কোনও জনসমক্ষে মন্তব্য করতে দেখা গেল তাঁকে। দোভাল বলেন, “বিদেশি সংবাদমাধ্যমগুলিতে অনেক কিছু বলা হয়েছে। আমাদের প্রত্যাঘাতে লক্ষ্য ছিল পাকিস্তানের ৯টি জঙ্গিঘাঁটি। সেগুলি কেবল সীমান্তে ছিল না। পাকিস্তানের ভেতরে ঢুকে সবকটা গুঁড়িয়ে দিয়েছি আমরা। কোনও টার্গেট মিস হয়নি। জঙ্গিঘাঁটি বাদে আর কোথাও হামলা চালায়নি ভারত।”
জাজবাত বাংলায় আরও পড়ুন
দোভাল আরও বলেন, “গোটা অভিযান মাত্র ২৩ মিনিটে শেষ হয়েছিল। রাত ১টা ৫ মিনিটে অভিযান শুরু হয়েছিল। ১ টা ২৮ মিনিটে তা শেষ হয়। যদিও তারপর অনেক সমালোচনাই করা হয়েছে বিদেশি সংবাদমাধ্যমে। পাকিস্তান অমুক তমুক করেছে… এসব বলা হয়েছিল। একটা ছবি প্রমাণ হিসেবে দেখাতে পারবেন যেখানে ভারতের কোনও ক্ষতি করতে পেরেছে পাকিস্তান? নিউইয়র্ক টাইমস তো অনেক কিছু লিখেছিল। সেটার একটা ছবি দেখান। তা হলেই মেনে নেব।”
সামরিক ক্ষেত্রে দেশীয় প্রযুক্তির ব্যবহারের উপর জোর আরোপ করেন দোভাল। দেশীয় প্রযুক্তির উপর ভর করে অপারেশন সিঁদুর অভিযান নিয়ে তিনি গর্ববোধ করেন বলেও জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বলেন, “দেশীয় প্রযুক্তির বিকাশ ঘটাতে হবে। অপারেশন সিঁদুর নিয়ে যে যাই বলুক, দেশীয় প্রযুক্তিই যে সাফল্য এনে দিয়েছে, তা সন্দেহাতীত। ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র হোক বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেরা জবাব দিতে পেরেছে ভারত।”
