নেটপাড়ায় হঠাৎই রটে গেল, প্রয়াত হয়েছেন বর্ষীয়ান তারকা গায়িকা আশা ভোঁসলে! স্তব্ধ অনুরাগীরা। শেষে গুজবে জল ঢাললেন গায়িকার ছেলে। ধোঁয়াশা পরিষ্কার করে বললেন তাঁর মা একেবারে সুস্থ রয়েছেন। টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন আশা-পুত্র আনন্দ ভোঁসলে।
এক ফেসবুক ব্যবহারকারীর পোস্টেই যত গুঞ্জনের শুরু। শাবানা শেখ নামের ওই নেটিজ়েন একটি পোস্ট শেয়ার করেন, যেখানে আশা ভোঁসলের গলায় মালা দেওয়া একটি ছবি ছিল। ক্যাপশনে লেখা হয়, ‘প্রখ্যাত গায়িকা আশা ভোঁসলে প্রয়াত, একটি সুরেলা অধ্যায় শেষ হল (১ জুলাই ২০২৫)।’ যদিও সেই পোস্ট আপাতত মুছে দেওয়া হয়েছে। এই খবরের সত্যতা যাচাই করতে তাঁর ছেলে আনন্দের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ভুয়ো খবর’।
জাজবাত বাংলায় আরও পড়ুন
প্রসঙ্গত, গত মাসেও একাধিক ইভেন্টে দেখা গিয়েছে আশা ভোঁসলেকে। ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত রেখা অভিনীত ‘উমরাও জান’ ছবির রি-রিলিজ়ের স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন তিনি। তাঁকে সেখানে ‘দিল চিজ় কেয়া হ্যায়…’ গানটি গাইতেও শোনা যায়, যে ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মঞ্চে তাঁর সঙ্গে যোগ দেন মুজফ্ফর ও রেখা। ১৯৮০ সালে সঙ্গীত পরিচালক আর ডি বর্মনের সঙ্গে বিয়ে হয় আশার।
সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ওঁর মিউজিক আমার অনুপ্রেরণা ছিল। উনি সবসময় নতুন কিছু করতেন। আমাকে আলাদা কিছু করতে বলতেন, যেমন ধরুন স্বর বদলে ফেলা। আমাকে উনি প্রচুর অনুপ্রাণিত করেছেন। ওঁর থেকে অনেক কিছু শিখেছি। গানে আমাকে সাহায্য করতেন। ওঁকে অনেক বছর ধরে চিনেছি। ওঁর সঙ্গে কাজ করেছি এবং ওঁর জন্য অজস্র গানে কণ্ঠ দিয়েছি। বোধ হয় ওঁর সঙ্গে প্রায় ৮৪০টা গান গেয়েছি। ৫০ বছর পুরনো গান এখনও মানুষ ভালোবাসেন।’
ইউটিউবেও জাজবাত, আপডেট থাকুন আমাদের সঙ্গে
হিন্দি সিনেমার দুনিয়ায় তথা ভারতীয় সঙ্গীতের অন্যতম উজ্জ্বল নাম আশা ভোঁসলে। প্রায় ৮ দশক ধরে বিস্তৃত তাঁর কেরিয়ার। একাধিক ভাষায় গান গেয়েছেন তিনি। দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হয়েছেন তিনি। ২০০৮ সালে তাঁকে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়।