ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি-এনসিআর। কম্পন অনুভূত হয়েছে গুরগাঁও, নয়ডা সহ একাধিক এলাকায়। এমনকী হরিয়ানাতেও শুক্রবার সন্ধ্যায় কম্পন অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে গত দুদিনের মধ্যে এটি দ্বিতীয় কম্পন অনুভূত হল রাজধানীতে। বারবার এই কম্পন কোনও বিপদের সঙ্কেত? সেটাই ভাবাচ্ছে বিজ্ঞানীদের।
জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৭ বলে জানা গিয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে, ভূমিকম্পের কেন্দ্র স্থল ছিল হরিয়ানার ঝাজ্জারে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে এই কম্পন উৎসস্থল বলেও জানানো হয়েছে। ফলে কম্পন বেশ ভালোই অনুভূত হয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
জাজবাত বাংলায় আরও পড়ুন
যদিও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর সামনে আসেনি। এমনকী হতাহতের খবরও নেই। তবে প্রকাশিত খবর অনুযায়ী, আতঙ্কে বহু মানুষ বহুতল থেকে বেরিয়ে আসেন। সংবাদসংস্থা এএনআই’কে এক ব্যক্তি জানিয়েছেন, কম্পন ভালোই অনুভূত হয়েছে। তাঁর কথায়, ঘরে বসেছিলাম। এতটাই ঝটকা লাগে যে আতঙ্কে নীচে নেমে আসি। আরও এক ব্যক্তি জানিয়েছেন, অফিসে কাজ করছিলাম। বৃহস্পতিবারও একইভাবে কম্পন অনুভূত হয়েছিল। ১০-১৫ সেকেন্ড স্থায়ী হয়েছিল। আজ আবারও এই ঘটনা। বারবার একই ঘটনায় আতঙ্কিত বলেই জানিয়েছেন ওই ব্যক্তি।
বলে রাখা প্রয়োজন, বৃহস্পতিবার সকালে দিল্লি-এনসিআর ও হরিয়ানায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 4.4। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ঝাজ্জারের তিন কিলোমিটার উত্তর-পূর্বে এবং দিল্লির ১০ কিলোমিটার পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে মাত্র কিলোমিটার গভীরে। শুধু তাই নয়, গত কয়েকমাসে একাধিকবার দিল্লি সহ উত্তর ভারতজুড়ে ভূমিকম্পের খবর সামনে এসেছে।