রাজার মতই ফিরলেন জশপ্রীত বুমরাহ্। এজবাস্টনে বিশ্রাম নিয়েছিল তিনি। সেখানে তাঁর অভাব একটিবারের জন্যও টের পেতে দেননি আকাশ দীপ এবং মহম্মদ সিরাজ। হোম অব ক্রিকেটে বুমরাহ্’র প্রত্যাবর্তন দেখিয়ে দিল, তাঁর অনুপস্থিতিতে যাই ঘটে থাকুক না কেন, ভারতীয় বোলিংয়ের মূল চালিকাশক্তি এখনও সেই তিনিই। বুম বুম দেখিয়ে দিলেন কেন তিনি বিশ্বের এক নম্বর। ‘ক্রিকেটের মক্কা’য় বিখ্যাত ‘স্লোপ’কে কাজে লাগিয়ে ছিনিয়ে নিলেন আরও একটি ‘ফাইভ উইকেটস হাউল’। ইংল্যান্ড শেষ হল ৩৮৭ তে।
জাজবাত বাংলায় আরও পড়ুন
মোট ২৭ ওভার বল করেছেন বুমরাহ্। ৫ উইকেটের বিনিময়ে দিয়েছেন মাত্র ৭৪ রান। এজবাস্টনের ‘হিরো’ আকাশ দীপ লর্ডসে কোনও উইকেট না পেলেও দুটি করে উইকেট মহম্মদ সিরাজ এবং নীতিশ কুমার রেড্ডির। একটি উইকেট রবীন্দ্র জাদেজা। তবু সবাইকে পুরোপুরিই ঢেকে দিয়েছেন বুমরাহ্। এদিন সকাল সকাল কেরিয়ারের ৩৭ তম শতরান হাঁকিয়েছেন জো রুট। এর সুবাদে টেস্টে সর্বাধিক শতরানের তালিকায় প্রথম পাঁচে চলে এসেছেন ইংরেজ ব্যাটার। এমনকি এই কীর্তিকেও ছাপিয়ে গিয়েছে বুমরাহ্’র আগুনে বোলিং।
শনিবার সকালে স্টোকসকে পরাস্ত করার পর রুটকে বোল্ড করেন বুমরাহ্-ই। ঠিক তার পরের বলেই ক্রিস ওকসকেও ফেরান তিনি। এই সময় হ্যাটট্রিক করার সুযোগ এসেছিল তার সামনে। সেই সুযোগ কাজে লাগাতে না পারলেও শেষমেশ তুলে নিলেন ৫ উইকেট। এই নিয়ে চলতি সিরিজে দ্বিতীয়বার। তাঁর বোলিংয়ে ধ্বস্ত হয়েই ৪০০ রানের গণ্ডি টপকাতে পারল না ইংল্যান্ড। যদিও ২৭১/৭ থেকে ৩৮৭ তুলে ফেলল তারা। প্রতিপক্ষের টেল এন্ডারদের নিয়ে ভারতের মাথাব্যথা কি কোনও দিন ঘুচবে?