বিয়ে করতে না চাইলেও, মা হতে চাওয়ার ইচ্ছে প্রকাশ করলেন অভিনেত্রী শ্রুতি হাসান। সম্প্রতি একটি পডকাস্টে নিজের ভালোবাসা, বিয়ে ও মাতৃত্ব নিয়ে। ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার পডকাস্টে শ্রুতি জানান, তিনি সব সময়ই মা হতে চেয়েছেন। তবে বিয়ের ভাবনাটা তাঁকে খুব ভয় পাইয়ে তোলে। এর থেকে স্পষ্ট মা হতে চাইলেও বিয়ে করতে নারাজ তিনি।
জাজবাত বাংলায় আরও পড়ুন
শ্রুতি বলেন, “আমি মনে করি, বিয়ে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমি নিজে এই ভাবনায় আতঙ্কিত। আমি হৃদয় থেকে ভালোবাসতে জানি। ছোটবেলা থেকে নিজেকে নিজে গড়ে তুলেছি, নিজের পরিচয় তৈরি করেছি। সেই পরিচয়টাকে একটা কাগজের টুকরোর সঙ্গে জুড়ে দেওয়া আমার কাছে খুব ভয়ের।” তবে তিনি এও জানান, বিয়েতে বিশ্বাস না করলেও তিনি কমিটমেন্ট, বিশ্বস্ততা এই সমস্ত কিছুর প্রতি আস্থা রাখেন। তাঁর মতে, “এই সমস্ত সম্পর্কের মূল্যবোধ আমি বিয়ে ছাড়াও বজায় রাখতে পারি।”
শ্রুতি হাসান জানান, জীবনে একবার বিয়ে করতে চেয়েছিলেন বটে, কিন্তু সম্পর্ক টেকেনি বেশিদিন। তিনি বলেন, “সঙ্গীর সঙ্গে মিল থাকা খুব দরকার, বিশেষ করে ভবিষ্যতে যদি সন্তান হয় সেই দিকটাও মাথায় রাখা জরুরি।” অভিনেত্রী স্পষ্টভাবে জানান, “আমি সব সময় মা হতে চেয়েছি। তবে আমি কখনোই সিঙ্গেল মাদার হতে চাইনি। একটা সন্তানের জন্য বাবা-মা দুজনের থাকা গুরুত্বপূর্ণ। যদি সেটা সম্ভব না হয়, তাহলে হয়তো আমি দত্তক নিতে পারি। কারণ আমি শিশুদের খুব ভালোবাসি। ওদের ভাবনা, অনুভবগুলো আমার ফ্যাসিনেটিং লাগে।”
ইউটিউবেও জাজবাত, আপডেট থাকুন আমাদের সঙ্গে
প্রসঙ্গত, শেষবার শ্রুতি হাসানকে দেখা গিয়েছিল প্রশান্ত নীল পরিচালিত ২০২৩ সালের ছবি সালার: পার্ট ১, সিজফায়ার-এ। এরপর তাঁকে দেখা যাবে লোকেশ কানাগারাজের “কুলি”, মাইস্কিনের “ট্রেন” এবং এইচ বিনোথের “জন নায়াগান” ছবিতে। এছাড়াও সালারের সিক্যুয়েল “সালার পার্ট ২: শৌর্যাঙ্গ পার্বম”-এর কাজ দ্রুত শুরু হতে চলেছে বলে জানা গিয়েছে