হাসিনা সরকারের অস্তিত্ব মুছতে অন্তর্বর্তী আমলে মহিলা আধিকারিকদের সম্বোধন বদলে দিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। একসময় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিলা-পুরুষ ভেদাভেদ তুলতে লিঙ্গ নির্বিশেষে সকল আধিকারিককে স্যার সম্বোধন করার নির্দেশ দিয়েছিলেন। এখন ইউনূস সরকার সেই শব্দ ব্যবহার করেই বুঝিয়ে দিলেন নারী-পুরুষ সমান নয়। ইউনূস সরকার রীতিমত প্রতিটি সরকারি দপ্তরে নির্দেশ পাঠিয়ে নিষিদ্ধ করেছেন মহিলা সরকারি আধিকারিক বা কর্মকর্তাদের স্যার সম্বোধন। শেখ হাসিনা সরকারের চালু করা এই নিয়ম বাতিল করে ইউনূস সরকারের নির্দেশ আর কোনো মহিলা আধিকারিক বা কর্মকর্তাকে স্যার বলা যাবে না বললে তা সরকারের নিয়ম অমান্য করার সমান।
জাজবাত বাংলায় আরও পড়ুন
যদিও হাসিনা পরবর্তী বাংলাদেশে নিয়ম পাল্টানো নতুন নয়। গত বছরের ৫ আগস্ট ছাত্র আন্দোলনের জেরে বাংলাদেশে পতন ঘটেছে শেখ হাসিনা সরকারের। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন ভারতে। এরপর বাংলাদেশের ক্ষমতায় এসেছে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। এবার হাসিনা আমলের আরও একটি নিয়মে বদল আনল ইউনূস সরকার।
আরও পড়ুন
এই নিয়ম মুছে পরোক্ষভাবে হাসিনা সরকারকে মুছে ফেলার চেষ্টা করেছেন ইউনূস। বৃহস্পতিবার মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে আওয়ামী লিগ সরকারের জারি করা অন্যান্য প্রোটোকল ও নির্দেশনাগুলিও পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তারা এক মাসের মধ্যে সুপারিশ জমা দেবে প্রধান উপদেষ্টার কাছে। এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শফিকুল লিখেছেন, শেখ হাসিনার জমানায় প্রায় ১৬ বছরের কর্তৃত্ববাদী শাসনের সময় মহিলা আধিকারিকদেরও ‘স্যার’ বলে সম্বোধন করতে হত, যা অত্যন্ত বেমানান। তাই উপদেষ্টা পরিষদ এই স্যর সম্বোধন করার নিয়ম বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।