সামনেই পড়ে বাক্স ভর্তি নগদ! গেঞ্জি পড়ে বিছানায় ফোনে ব্যস্ত বিধায়ক। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস করেছেন উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ নেতা সঞ্জয় রাউত। আর তা প্রকাশ্যে আসতেই বিতর্কের ঝড়। প্রবল চাপের মুখে একনাথ শিন্ডে শিবির। ভাইরাল হওয়া ভিডিওতে যাকে দেখা যাচ্ছে, তিনি শিন্ডে শিবিরের বিধায়ক। শুধু তাই নয়, ফড়ণবীশ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী সঞ্জয় শিরসাট। নিজের বাড়িতে নোট ভর্তি ব্যাগ নিয়ে দেখা যাচ্ছে বিধায়ক। আর সেই ভিডিও এনে বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছেন সঞ্জয় রাউত।
আক্রমণ শানিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে সরাসরি জেপি নাড্ডাকে আক্রমণ শানানো হয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে এই ভিডিও প্রকাশ্যে আসার ঠিক একদিন আগে অর্থাৎ বৃহস্পতিবার আয়কর দফতরের নোটিশ পান শিন্ডে শিবিরের এই শিবসেনা বিধায়ক। আর এরপরেই নোট ভর্তি ব্যাগ নিয়ে গোপন ভিডিওতে ধরা পড়লেন বিধায়ক।
জাজবাত বাংলায় আরও পড়ুন
আর সেই ভিডিও তুলে সঞ্জয় রাউতের দাবি, এই ভিডিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহে গুরুত্ব দিয়ে দেখা উচিত। এটা কি হচ্ছে? বিধায়কের এই ভিডিও অনেক কিছু বলে দিচ্ছে, মন্তব্য ঠাকরে ঘনিষ্ঠ এই নেতা। যদিও অভিযুক্ত বিধায়কের দাবি, তাঁকে ফাঁসানো হচ্ছে। কালিমালিপ্ত করতেই বাড়িতে গোপন ক্যামেরা লাগানো হয়েছে। সঞ্জয় জানিয়েছেন, ‘বাইরে থেকে জামাকাপড় ছেড়ে নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিলাম। সেই সময় কেউ এই ভিডিওটি করেছে’। তাঁর কথায়, টাকার বিষয়ে তিনি কিছুই জানেন না। এমনকী এত টাকা থাকলে তো আলমারীতে রাখতাম।
এই বিষয়ে উদ্ধব ঠাকরেকে একহাত বিধায়কের দাবি, ‘আমাদের তো কোনও মাতোশ্রী (পড়ুন-উদ্ধব ঠাকরের বাসভবন) নেই’। শুধুমাত্র কালিমালিপ্ত করতেই এই ভিডিওটি তৈরি করা হয়েছে বলেও দাবি মন্ত্রীর।
তবে এমন ফড়ণবীশ সরকারের মন্ত্রীর এমন রোচক ভিডিও ফাঁস হতেই কটাক্ষ করতে ছাড়ল না তৃণমূল কংগ্রেস। অফিশিয়াল সোশ্যাল মিডিয়ায় গোপন সেই ভিডিও পোস্ট করে শাসকদলের দাবি, ‘২০১৯-এ যাঁর সম্পত্তি ছিল ৩.৩ কোটি টাকা, ২০২৪-এ এসে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ কোটি টাকায়। এই ১০ গুণ সম্পত্তি বৃদ্ধির জন্য মহারাষ্ট্রের মন্ত্রী সঞ্জয় শিরসাটকে আয়কর দফতর নোটিস পাঠিয়েছে। আর কাকতালীয়ভাবে, কিছুদিনের মধ্যেই তাঁকে একটি ভিডিওতে দেখা গেল — যেখানে তাঁর চারপাশে ছিল অজস্র নগদ টাকায় ভরা ব্যাগ’।
আরও পড়ুন
এই বিষয়ে নাড্ডাকে আক্রমণ করে তৃণমূল আরও লিখছে, ‘এদিকে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে হঠাৎ, কোনো পূর্বনির্ধারিত কর্মসূচি ছাড়াই দিল্লি উড়ে গেলেন অমিত শাহ এবং জে পি নাড্ডা-র সঙ্গে দেখা করতে। সব ঠিকঠাক দেখালেও ভিতরে কিছু বড় গণ্ডগোল তো আছেই! তাহলে কি শিন্ডে সাহেব নগদ টাকা ভরা ব্যাগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আর বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে বসে সেই বেআইনি টাকার একটা ‘কাট’ দেওয়ার বন্দোবস্ত করলেন?’। যদিও এই বিষয়ে বিজেপির তরফে এখনও পর্যন্ত কোনও বক্তব্য পাওয়া যায়নি