চলতি বছরেই কি অবসর নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? তেমনই জল্পনা উসকে দিয়েছে আরএসএস প্রধান মোহন ভাগবতের এক মন্তব্য। নাগপুরে সঙ্ঘের এক অনুষ্ঠানে গিয়ে মোহন ভাগবত বলেন, “৭৫ বছর বয়স হলে কেউ সংবর্ধনা দিতে এলে বুঝতে হবে এবার অবসরের সময় হয়ে গিয়েছে।” বিরোধীদের দাবি, আকারে ইঙ্গিতে মোদীকেই সরে দাঁড়ানোর কথা মনে করিয়ে দিয়েছেন সঙ্ঘ প্রধান। কারণ আগামী সেপ্টেম্বরেই ৭৫ বছর পূর্ণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বুধবার নাগপুরে আরএসএসের ওই অনুষ্ঠান থেকে সঙ্ঘের প্রাক্তন প্রচারক মোরোপন্ত পিঙ্গলের জীবনী প্রকাশ করেন মোহন ভাগবত। স্মৃতিচারণ করে তিনি বলেন,”একবার বৃন্দাবনে সঙ্ঘের বৈঠক আয়োজিত হয়েছিল। সেখানে সারা ভারত থেকে বিশিষ্টরা হাজির হয়েছিলেন। বৈঠক শেষ হওয়ার ঠিক আগে শেশাদ্রিজি বলেছিলেন, মোরোপন্তজির ৭৫ বছর পূর্ণ হয়ে গিয়েছে। তাই তাঁকে শাল দিয়ে সংবর্ধনা জানানো হয়েছিল। মঞ্চে উঠে মোরোপন্তজি বলেছিলেন, ‘এই শাল পাওয়ার মানে আমার অবসর নেওয়ার সময় এসে গিয়েছে।”
জাজবাত বাংলায় আরও পড়ুন
মোহন ভাগবতের ওই মন্তব্য টেনেই মোদীর অবসরের দাবি তুলেছেন মহারাষ্ট্রের শিবসেনা (উদ্ধব ঠাকরে শিবির) নেতা সঞ্জয় রাউত। তিনি জানান, “ভাগবত ও মোদী, দুজনেই ৭৫ পূর্ণ করতে চলেছেন। আরএসএসে ৭৫ বছর বয়সেই অবসর নিতে হয়। তাহলে রাজনীতিতে কেন নয়? এই সিদ্ধান্ত নিলে দেশের ভালো, দশেরও ভালো।” সঞ্জয় আরও বলেন, “মোদী ক্ষমতায় আসার পর লালকৃষ্ণ আডবাণী, মুরলীমনোহর জোশীকে অবসর গ্রহণ করতে হয়েছিল। এখন মোদী নিজে সেই পথে হাঁটেন কি না দেখা যাক।”
প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়েছে কংগ্রেসও। পরিবারতন্ত্র নিয়ে কংগ্রেসকে প্রায়ই আক্রমণ শানাতে গিয়ে মোদী বলেন, “হাম ফকির আদমি হ্যায়, ঝোলা লেকে চল পড়েঙ্গে।” সেই সুরেই এবার প্রধানমন্ত্রীকে পাল্টা কটাক্ষ করে কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ বলেন, “ঝোলা গোটানোর সময় হয়ে গিয়েছে। আরএসএস মনে করিয়ে দিল ৭৫ হয়ে যাচ্ছে।” সঙ্ঘ প্রধানকেও একই নিশানা করেছে হাত শিবির।
আরও পড়ুন
যদিও বিজেপি এসবে আমল দিতে নারাজ। সঞ্জয় রাউতের মন্তব্য প্রসঙ্গে সংবাদমাধ্যমে পাল্টা মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রশেখর বাওয়াঙ্কুলে বলেন, “বিজেপিতে পঁচাত্তরে অবসর নেওয়ার কোনও রেওয়াজ নেই। সঞ্জয় রাউত ঠিক করবেন না নরেন্দ্র মোদী কতদিন প্রধানমন্ত্রী থাকবেন। দেশের মানুষ ঠিক করবে।” আরএসএসের এক প্রবীণ প্রচারকের দাবি, “মোহন ভাগবতের কথার অতিরঞ্জন করা হচ্ছে। উনি শুধু পুরোনো একটি মজার ঘটনা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।” তবে উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই বলে দিয়েছিলেন, পঁচাত্তরের পরেও প্রধানমন্ত্রী থাকবেন নরেন্দ্র মোদী।
