‘৭৫-এ সংবর্ধনা পেলে অবসর নিতে হয়,’ আরএসএস প্রধানের মন্তব্য কি মোদীকে ইঙ্গিত করেই? এককাট্টা হয়ে সুর চড়াচ্ছে বিরোধীরা

❤️ Like 🔄 Share 👁️ 0 Share on WhatsApp চলতি বছরেই কি অবসর নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? তেমনই জল্পনা উসকে দিয়েছে আরএসএস প্রধান মোহন ভাগবতের এক মন্তব্য। নাগপুরে সঙ্ঘের এক অনুষ্ঠানে গিয়ে মোহন ভাগবত বলেন, “৭৫ বছর বয়স হলে কেউ সংবর্ধনা দিতে এলে বুঝতে হবে এবার অবসরের সময় হয়ে গিয়েছে।” বিরোধীদের দাবি, আকারে ইঙ্গিতে … Continue reading ‘৭৫-এ সংবর্ধনা পেলে অবসর নিতে হয়,’ আরএসএস প্রধানের মন্তব্য কি মোদীকে ইঙ্গিত করেই? এককাট্টা হয়ে সুর চড়াচ্ছে বিরোধীরা