কেরিয়ারে খুব একটা ভাল সময় যাচ্ছে না তেলুগু পরিচালক পুরি জগন্নাথের। বিশেষত ‘লাইগার’ এবং ‘ডবল ইসমার্ট’ পরপর দুটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। তবে শিল্পীর কাজ সৃষ্টি করে যাওয়া, আর তাই নতুন ছবির ঘোষণা করলেন তারকা পরিচালক। বিজয় সেতুপতি ও তাব্বুকে নিয়ে এবার বড় বাজেটের ছবি ঘোষণা করলেন তিনি। আগেই জানা গিয়েছিল সিনেমার একটি বড় অংশ শুটিং করা হবে চেন্নাইয়ে। বাকি শুটিং সারা হবে হায়দরাবাদে তৈরি হওয়া এক বিশেষ সেটে।
সূত্রের খবর, এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তাব্বু। খলনায়িকার চরিত্রে দেখা যেতে পারে তাঁকে। পুরী জগন্নাথের ছবিতে সাধারণত মহিলাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শক্তিশালী চরিত্রই দেওয়া হয়। তাব্বুর ক্ষেত্রে তার অন্যথা হবে না বলাই বাহুল্য। ছবির নাম এখনও স্থির হয়নি। শোনা যাচ্ছে, এই ছবিতে একেবারে অন্য লুকে দেখা যাবে তাব্বুকে।
ইউটিউবেও জাজবাত, আপডেট থাকুন আমাদের সঙ্গে
তবে এই প্রথম বার নয়, নেগেটিভ রোলে এর আগেও অভিনয় করেছেন তাব্বু। ‘মকবুল’, ‘অন্ধাধুন’-এর মতো ছবিতে তাঁকে ধূসর চরিত্রে দেখা গিয়েছিল। আগামী ছবি নিয়েও বেশ জোর গুঞ্জন শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। দক্ষিণে তো বটেই গোটা ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতেই বিজয় সেতুপতি এক উজ্জ্বল নাম। তিনি যা করেন, তা সব সময়ই স্পেশাল। ফলে পুরী জগন্নাথের সঙ্গে তাঁর এই কোলাবরেশন এখন আলোচনার কেন্দ্রে। উল্লেখ্য, কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে বিজয় বলেছিলেন তিনি এক্ষুনি কোনও তেলুগু প্রজেক্টে কাজ করতে ইচ্ছুক নন। কিন্তু পুরী জগন্নাথের থেকে গল্পটা শোনার পর তিনি নাকি না বলতে পারেননি।
জাজবাত বাংলায় আরও পড়ুন
পাশাপাশি এই ছবিতে বিজয় সেতুপতির বিপরীতে দেখা যেতে পারে সংযুক্তা মেননকে। তাঁর চরিত্র বেশ গুরুত্বপূর্ণ তো বটেই, একইসঙ্গে সেটা নাকি ‘ক্রেজি’। ছবিতে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক জনপ্রিয় মুখকে দেখতে পাওয়া যাবে। প্যান ইন্ডিয়া মুক্তি পাবে এই ছবি।