বন্দে ভারত ট্রেনের টিকিটের চাহিদা এমনিতেই তুঙ্গে। সেই চাহিদার কথা মাথায় রেখে এবার বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। বাড়ানো হল কোচের সংখ্যা। হাওড়া-পাটনা বন্দে ভারতে ১৬ থেকে বাড়িয়ে কোচের সংখ্যা করা হচ্ছে ২০। এতে যাত্রীদের বিশেষ সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, এর ফলে হাওড়া থেকে পাটনা যাওয়ার বন্দে ভারত এক্সপ্রেসে এবার আরও সহজে মিলবে টিকিট।
বৃহস্পতিবার পূর্ব রেলের মুখপাত্র এই কোচ বাড়ানোর কথা ঘোষণা করেছেন। পূর্ব রেলের মুখপাত্র সরস্বতী চন্দ্র বলেন, ‘যাত্রীদের চাহিদার সঙ্গে পাল্লা দিতেই এই সিদ্ধান্ত। এর ফলে ট্রেনের আগের থেকে বেশি যাত্রী টিকিট পাবেন’। এমনকী রেলের এহেন সিদ্ধান্তে বাংলা এবং বিহারের যাত্রীরা উপকৃত হবেন বলেও জানিয়েছেন ওই রেল আধিকারিক।
জাজবাত বাংলায় আরও পড়ুন
দেশের অন্যতম প্রিমিয়াম ট্রেন বন্দে ভারত। ইতিমধ্যে দেশের প্রায় সমস্ত রাজ্যকে ছুঁয়ে ছুটছে এই ট্রেন। আগামিদিনে আরও বেশ কয়েকটি রুটে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করার কথা আছে বলে জানা গিয়েছে। তালিকায় রয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি সেমি বুলেটের স্লিপার ভার্সন। ইতিমধ্যে কয়েক দফায় এই ট্রেনের ট্রায়াল রানও সম্পন্ন হয়েছে। বিভিন্ন গতিতে বন্দেভারতের স্লিপার ভার্সনের ট্রায়াল রান চলেছে। আর তা সফলও। কিন্তু এখনও পর্যন্ত রুট ঘোষণা হয়নি।
শোনা যাচ্ছে, হাওড়া কিংবা পাটনা যে কোনও একটি রাজ্য পেতে পারে স্লিপার ভার্সন। এর মধ্যেই হাওড়া-পাটনা রুটে চলা বন্দে ভারত এক্সপ্রেসে বাড়ল কোচের সংখ্যা। এতদিন ১৬ কোচের সেমি বুলেট চলত এই রুটে। কিন্তু এই রুটে যাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাওড়া-পাটনা-হাওড়া রুটে ২০ কোচের বন্দে ভারত চালানোর সিদ্ধান্ত রেলের। পূর্ব রেলের মুখপাত্র সরস্বতী চন্দ্রের দাবি, নতুন ২০ কোচের ট্রেনে যাত্রা হবে আরও আরামদায়ক। তাঁর কথায়, আরও আধুনিক ফিচার এবং ব্যবস্থা রয়েছে।
আরও পড়ুন
বলে রাখা প্রয়োজন, ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর হাওড়া-পাটনা বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও ২৬ সেপ্টেম্বর থেকে হাওড়া-পাটনা-হাওড়া রুটে দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক এই ট্রেন বাণিজ্যিকভাবে যাত্রী পরিষেবা শুরু করে। প্রথমদিকে ৮ কোচের বন্দে ভারত চালানো হয়। মাঝে তা বাড়িয়ে ১৬ কোচ করা হয়। কিন্তু যাত্রী চাহিদা থাকায় অতিরিক্ত আরও চারটি কোচ যুক্ত হল বন্দে ভারতে। রেলের আরও দাবি, শ্রাবণী মেলা শুরু হয়েছে। এই সমস্ত যাত্রী চাপ বাড়ে। ফলে এই সিদ্ধান্তে যাত্রীরা উপকৃত হবেন।