চলতি ইংল্যান্ড সফরের ঠিক আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন রোহিত শর্মা। ক্রিকেট মহলে গুঞ্জন, বোর্ডের চাপেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন প্রাক্তন ভারত অধিনায়ক। আর এর নেপথ্যে হাত রয়েছে হেড কোচ গৌতম গম্ভীরেরও। তবে টেস্ট বা টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ওয়ানডে ক্রিকেট খেলা এখনও চালিয়ে যাচ্ছেন হিটম্যান। সেই সঙ্গে হাবেভাবে এও বুঝিয়ে দিচ্ছেন যে, তাঁর মাথায় শুধুই ঘুরছে আগামী ২০২৭ সালের বিশ্বকাপ। গত ২০২৩ সালে ঘরের মাঠে বিশ্বকাপের ফাইনালে উঠেও হারতে হয়েছিল অস্ট্রেলিয়ার কাছে। সেই ক্ষতের উপশমে দু’বছর পরের ওডিআই বিশ্বকাপকে পাখির চোখ করেছেন রোহিত। কিন্তু সেই প্রতিযোগিতায় সত্যিই কি নামা হবে তাঁর?
জাজবাত বাংলায় আরও পড়ুন
টেস্টের পর সম্প্রতি একদিনের ক্রিকেটেও রোহিতের নেতৃত্ব এবং অবসর নিয়ে শুরু হল জল্পনা। অধিনায়ক হিসেবে সদ্য এ বছরই দুবাইয়ের মাঠে ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন তিনি। এর পরেও শোনা যাচ্ছে, আগামী ২০২৭ বিশ্বকাপ অবধি অধিনায়ক রোহিতকে সম্ভবত টানবে না বিসিসিআই। বরং সূত্রের খবর, আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখে বোর্ড চাইছে তরুণ রক্ত। সেক্ষেত্রে উঠে আসছে দুটি নাম। বোর্ডের প্রথম পছন্দ শুভমন গিল। টেস্ট দলের পাশাপাশি একদিনের ক্রিকেটেও তাঁকে নেতৃত্বের ব্যাটন দেওয়ার কথা ভাবছে বিসিসিআই। এ ছাড়া গত আইপিএলে দুর্দান্ত অধিনায়কত্বের সুবাদে দৌড়ে রয়েছেন শ্রেয়স আইয়ার। মনে করা হচ্ছে, এই দুজনের মধ্যে থেকেই একজনকে টিম ইন্ডিয়ার ওয়ানডে অধিনায়ক করা হতে পারে।
গত দু-তিন বছরে রোহিত শর্মার নেতৃত্বে সীমিত ওভারের ক্রিকেটে ভারতের পারফরম্যান্স যথেষ্টই ইতিবাচক। ২০২৩ সালে তাঁর ঘরের মাঠে টিম ইন্ডিয়া ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনাল খেলার পর গত বছর বার্বাডোজে জিতে নেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এ বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফি। অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতেও এই টুর্নামেন্টগুলিতে বড় ভূমিকা নিয়েছেন হিটম্যান। তবে এ বছরই ৩৮ পূর্ণ করেছেন তিনি। অর্থাৎ আগামী ২০২৭ বিশ্বকাপের সময় বয়সটা গিয়ে দাঁড়াবে ৪০ -এ। সেই কথা মাথায় রেখেই বোর্ড রোহিতের ওপর খুব একটা ভরসা রাখতে পারছে না বলে শোনা যাচ্ছে।
আরও পড়ুন
তা ছাড়া সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়েও তেমন একটা ফর্মে নেই ভারত অধিনায়ক। এই অবস্থায় তিনি একদিনের ক্রিকেটেও বোর্ডের আতস কাঁচের তলায় রয়েছেন বলে শোনা যাচ্ছে। আগামী অগাস্টে বাংলাদেশে সফর করার কথা ছিল টিম ইন্ডিয়ার। সেই সফর স্থগিত হয়ে যাওয়ায় শ্রীলঙ্কায় তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের চেষ্টা করা হচ্ছে। সূত্রের খবর, এই সিরিজই কার্যত ‘ডু অর ডাই’ হতে চলেছে রোহিতের জন্য। যদি তিনি পারফর্ম করতে না পারেন তা হলে তাঁর থেকে নেতৃত্ব ছিনিয়ে নেওয়া হতেই পারে। আর নেতৃত্ব চলে গেলে কি আর শুধু খেলোয়াড় হিসেবে দলে থাকবেন রোহিত? থাকছে সেই প্রশ্নও।
