বিহার পুলিশ সদর দফতরের তরফে মহিলাদের জন্য জারি হয়েছে এক কঠোর নির্দেশিকা, পুলিশের দায়িত্ব পালনের সময় আর চলবে না গয়না বা মেকআপ! ৮ জুলাই এই নির্দেশ জারি করেছেন বিহার পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল পঙ্কজ দরাদ। নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, ডিউটির সময় কনস্টেবল থেকে শুরু করে ইন্সপেক্টর পদমর্যাদার সব মহিলা পুলিশ কর্মীদের নাকে নথ, কানে দুল, হাতে চুড়ি, গলায় হার বা যে কোনো ধরনের সাজগোজের সামগ্রী ব্যবহার করা যাবে না।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বেশ কিছু ভিডিয়ো এবং ছবি। তাতে দেখা গিয়েছে, পুলিশের পোশাক পরে, মেকআপ ও গয়না পরে রিল বানাচ্ছেন মহিলা পুলিশ কর্মীরা। এই ধরনের কাজকে শৃঙ্খলা ভঙ্গ এবং পেশাগত আচরণের পরিপন্থী বলে উল্লেখ করেছে বিহার পুলিশ সদর দফতর।
জাজবাত বাংলায় আরও পড়ুন
এডিজি পঙ্কজ দরাদ জানিয়েছেন, “পুলিশের দায়িত্ব পালনের সময় রিল বানানো, অস্ত্র প্রদর্শন, অপ্রয়োজনীয় ব্লুটুথ ডিভাইস ব্যবহার করে গান শোনা বা ব্যক্তিগত ফোনালাপ করাও শাস্তিযোগ্য অপরাধ।” গত কয়েক মাসে অন্তত ১০ জন মহিলা পুলিশকর্মীকে এই ধরনের কাজের জন্য সাসপেন্ড করা হয়েছে। এমনকি তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
তবে এই নির্দেশ শুধু মহিলাদের জন্য নয়। পুরুষ পুলিশ কর্মীদের ক্ষেত্রেও সমান ভাবে প্রযোজ্য। তাঁদেরও সঠিকভাবে ইউনিফর্ম পরার নির্দেশ দেওয়া হয়েছে। যে কোনো ধরণের বেমানান পোশাক পরে ডিউটি করা যাবে না বলেও জানানো হয়েছে। ইতিমধ্যে সব জেলা পুলিশ সুপার, সিনিয়র পুলিশ সুপার, ডিআইজি এবং আইজি-দের কাছে পাঠানো হয়েছে এই নির্দেশ। নির্দেশ অমান্য করলে জবাবদিহি করতে হতে পারে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের। একথা জানানো হয়েছে বিহার পুলিশের সদর দফতর থেকে।
যদিও নির্দেশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে পুলিশের অন্দরেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা কনস্টেবল বলেন, “ডিউটির সময় রিল বানানো ঠিক নয়, সেটা আমরা মেনে নিচ্ছি। কিন্তু গয়না-মেকআপ পুরোপুরি নিষিদ্ধ করা একটু বেশিই কড়াকড়ি। এটা আমাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ।” যদিও দায়িত্ব পালনের সময় শৃঙ্খলা এবং পেশাদারিত্বে কোনও রকম ছাড় দেওয়া চলবে না, নিজেদের এই পদক্ষেপ নিয়ে অনড় বিহার পুলিশ সদর দফতর।