চলতি বছরের বাজেটে মধ্যবিত্তদের একাধিক ক্ষেত্রে স্বস্তি দিয়েছে কেন্দ্র। আর এবার নিম্ন ও মধ্যবিত্তদের কথা মাথায় রেখে ফের কর ছাড়ের সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র। সূত্রের খবর, কর ছাড়ের ফলে কমতে পারে গৃহস্থালির একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। শীঘ্রই এব্যাপারে পর্যালোচনা বৈঠকে বসতে চলেছে জিএসটি কাউন্সিল।
আসন্ন ওই বৈঠকে একাধিক নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর কর ছাড়ের ঘোষণা করতে পারে জিএসটি কাউন্সিল। আট বছরের পুরোনো পণ্য ও পরিষেবা করের কাঠামো পর্যালোচনা করা হবে বৈঠকে। বর্তমানে একাধিক ভোগ্যপণ্য যেমন- মাখন, ঘি, প্রক্রিয়াজাত খাবার, মোবাইল, ফলের রস, আচার, জ্যাম, চাটনি, ডাবেল জল, ছাতা, বাইসাইকেল, টুথপেস্ট, জুতো ও জামাকাপড়ের উপর ১২ শতাংশ কর ধার্য করা হয়।
জাজবাত বাংলায় আরও পড়ুন
সূত্রের খবর, এই ১২ শতাংশ করের স্ল্যাব সম্পূর্ণরূপে বাতিল করে দিতে পারে কেন্দ্রীয় সরকার। যার ফলে উপকৃত হবেন আপামর দেশবাসী। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের উপভোক্তারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। এছাড়াও এসির উপরেও কর ছাড় দেওয়ার প্রস্তাব বিবেচনা করবে কাউন্সিল। আগামী ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত রাজ্যগুলিকে জিএসটি বাস্তবায়নের ক্ষতিপূরণ বাবদ টাকা দেবে কেন্দ্র। সূত্রের খবর, রাজ্যগুলির মুনাফা বাড়াতে তামাকজাত ও নেশার দ্রব্যের উপর চড়া হারে কর আরোপ করতে পারে কেন্দ্র।
অন্যদিকে, দীর্ঘমেয়াদি বিমাগুলির ক্ষেত্রে ১৮ শতাংশ থেকে জিএসটি কমিয়ে ১২ শতাংশে আনার কথাও ভাবছে কেন্দ্র। তবে মুনাফায় ভারসাম্য রাখতে ব্যবসায়িক পণ্যের উপর করের সীমা কেন্দ্রের তরফে বাড়ানো হতে পারে। মূলত সামগ্রিক চাহিদা বৃদ্ধি করতেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যে কর ছাড়ের সিদ্ধান্তের পথে হাঁটতে পারে মোদী সরকার।