কুনো জাতীয় উদ্যানে নামিবিয়া থেকে আসা চিতার মৃত্যু, ব্যাঘ্র প্রকল্প নিয়ে প্রশ্নের মুখে মধ্যপ্রদেশের বন দফতর

❤️ Like 🔄 Share 👁️ 0 Share on WhatsApp মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে চিতাবাঘের মৃত্যু। নামিবিয়া থেকে আনা হয়েছিল স্ত্রী চিতা নভাকে। গত এক সপ্তাহ ধরে চিকিৎসাধীন থাকার পর শনিবার মৃত্যু হয়েছে আট বছরের ওই চিতার। খাঁচা থেকে শিকার করার সময় মারাত্মক আঘাত পেয়েছিল চিতাটি। অবশেষে মৃত্যু হয় তার। এই নিয়ে গত তিন চার বছরে … Continue reading কুনো জাতীয় উদ্যানে নামিবিয়া থেকে আসা চিতার মৃত্যু, ব্যাঘ্র প্রকল্প নিয়ে প্রশ্নের মুখে মধ্যপ্রদেশের বন দফতর