হোম অব ক্রিকেটে নজির গড়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন কে এল রাহুল। দিলীপ বেঙ্গসরকারের পর তিনিই দ্বিতীয় ভারতীয় ব্যাটার যিনি লর্ডসের ঐতিহাসিক মাঠে একের বেশি শতরান করার নজির গড়লেন। সেঞ্চুরি পেতে পারতেন ঋষভ পন্থও। কিন্তু তাড়াহুড়ো করে রান নিতে যাওয়ায় রান আউট হয়ে যান ভারতীয় উইকেট কিপার। তবে শতরানে পৌঁছতে না পারলেও শনিবার লর্ডসে একইসঙ্গে তিনটি নয়া রেকর্ড গড়েছেন এবং রোহিত শর্মার একটি রেকর্ডে ভাগ বসালেন তিনি।
১১২ বলে ৭৪ রানের ঝকঝকে ইনিংস খেলে ধৈর্যচ্যুতি ঘটে পন্থের। মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগের বলেই তাড়াহুড়ো করে সিঙ্গেল নিতে গিয়ে বোকার মত রান আউট হন পন্থ। তাঁর সামনেও সুযোগ ছিল ক্রিকেটের মক্কায় তিন অঙ্ক ছুঁয়ে অনার্স বোর্ডে লেখানোর। কিন্তু তার বদলে বোকামির খেসারত দিতে হয় পন্থকে। যদিও তার আগেই তিনটি রেকর্ড ভেঙে নয়া নজির ফেলেছেন তিনি।
জাজবাত বাংলায় আরও পড়ুন
টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে সবথেকে বেশি ছয় মারার রেকর্ড ছিল ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার ভিভিয়ান রিচার্ডসের। ১৭ বছরের লম্বা কেরিয়ারে ইংরেজদের বিরুদ্ধে ৩৬ টি টেস্ট খেলে তিনি মেরেছিলেন মোট ৩৪ টি ছক্কা। এ দিন ৫৯ তম ওভারের শেষ বলে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসকে ছয় মেরে সেই রেকর্ড ভেঙে দেন পন্থ। অন্যদিকে বিলেতের মাটিতে টেস্টে ভারতীয় উইকেট কিপারদের মধ্যে সবথেকে বেশি রান করার নজিরও গড়েছেন তিনি। এতদিন ইংল্যান্ডের মাটিতে ভারতীয় উইকেট কিপারদের মধ্যে সবথেকে বেশি রানের মালিক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর রেকর্ড ভেঙে দিয়েছেন ঋষভ। একই সঙ্গে প্রথম বিদেশি উইকেট কিপার হিসেবে ইংল্যান্ডের মাটিতে একটি সিরিজে ৪০০ রান করার অনন্য নজিরও স্থাপন করলেন তিনি।
অন্যদিকে রোহিত শর্মার একটি রেকর্ডেও ভাগ বসিয়েছেন পন্থ। টেস্টে ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি মারার রেকর্ডটি ছিল হিটম্যানের নামের পাশে। মোট ৮৮ টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। মাত্র ৪৬ টি টেস্টেই সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন ঋষভ। অবশ্য তাড়াহুড়ো করে রান আউট না হলে এ দিনই তিনি ছাপিয়ে যেতে পারতেন প্রাক্তন অধিনায়ককে। সার্বিকভাবে এই ইনিংসে ২ টি ছক্কা মেরেছেন ঋষভ। তাঁর এবং কে এল রাহুলের ১৪১ রানের জুটির কল্যাণেই লর্ডস টেস্টে এখনও লড়ে যাচ্ছে ভারত।