অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে হু অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্যতম ডিরেক্টর হাসিনা কন্যা সায়মা ওয়াজেদকে। সূত্রের খবর, গত শুক্রবার অর্থাৎ ১১ জুলাই থেকে ছুটিতে পাঠানো হয়েছে তাঁকে। দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাঁর বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুটি মামলা করেছে। তারপরই ছুটিতে পাঠানো হয়েছে তাঁকে।
জানা গিয়েছে WHO অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি মেলে সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম ঘেব্রেসাস এই তথ্য জানিয়েছেন। সেখানে হু প্রধান উল্লেখ করেছেন, সায়মা ওয়াজেদ ছুটিতে থাকবেন এবং তাঁর জায়গায় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ক্যাথারিনা বেম ‘ভারপ্রাপ্ত’ হিসেবে দায়িত্ব নেবেন। আগামী মঙ্গলবার অর্থাৎ ১৫ জুলাই দিল্লিতে এসইএআরও অফিসে কার্যালয়ে যোগ দেবেন ক্যাথারিনা।
প্রথম আলো বাংলা-য় প্রকাশিত খবর অনুযায়ী রাষ্ট্রপুঞ্জের এক কর্তা জানিয়েছেন, সায়মা ওয়াজেদ পুতুলকে প্রাথমিকভাবে চার মাসের ছুটি দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত মে মাসে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে বাংলাদেশের কর্মীরা হু প্রধানকে সায়মা ওয়াজেদকে নিয়ে অস্বস্তির কথা জানিয়েছিলেন।
জাজবাত বাংলায় আরও পড়ুন
সায়মা ওয়াজেদ হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে। গত বছরের ৫ অগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন হাসিনা। অভিযোগ, এসইএআরওর ডিরেক্টর পদে নিয়োগের জন্য তাঁর মা হাসিনা নিজের প্রভাব খাটিয়েছেন। ফলে সায়মাকে ঘিরে রয়েছে বিতর্ক।
২০২৪ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার আগেই সায়মার নিয়োগ নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। তদন্তও শুরু হয়। পরে দুর্নীতি দমন কমিশনে দায়ের করা মামলায় বলা হয়েছে, সায়মা ওয়াজেদ নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা তথ্য দিয়েছেন। বাংলাদেশ দণ্ডবিধির ৪৬৮ ধারা ও ৪৭১ ধারা লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। অভিযোগে আরও বলা হয়, সায়মা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজে একটি পদে রয়েছেন বলে দাবি করলেও তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অস্বীকার করেছে।
সায়মার বিরুদ্ধে আরও অভিযোগ, সূচনা ফাউন্ডেশনের প্রধান হিসেবে তিনি নিজের প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যাংক থেকে কয়েক মিলিয়ন ডলার সংগ্রহ করেছেন। সে ক্ষেত্রেও জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ আনা হয়েছে। এইসব অভিযোগ ওঠার পর সায়মা ওয়াজেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে আদালত। আর এরই মধ্যে এল এই অনির্দিষ্টকালের ছুটির খবর।