উইম্বলডনের ঘাসের কোর্টে ইতিহাস গড়লেন পোল্যান্ডের ইগা শিয়নটেক। শনিবার উইম্বলডনে মেয়েদের সিঙ্গেলস ফাইনালে মার্কিন প্রতিপক্ষ আমান্ডা আনিসিমোভার বিরুদ্ধে ইতিহাস গড়ে ৬-০, ৬-০ জয় ছিনিয়ে নিলেন তিনি। প্রতিপক্ষকে মাথা তুলে একদম দাঁড়াতেই দেননি তিনি। এর আগে ১৯১১ সালে মহিলাদের সিঙ্গেলস ফাইনালে ডরোথি ল্যাম্বার্ট চেম্বার্স ৬-০, ৬-০ উড়িয়ে দিয়েছিলেন ডোরা বুথবিকে। ১১৪ বছরের পুরনো সেই নজির ছুঁয়ে ফেললেন শিয়নটেক।
শুক্রবার সেমিফাইনালেও স্ট্রেট সেটে জয় পেয়েছিলেন পোল্যান্ডের শিয়নটেক। ম্যাচের ফলাফল ছিল ৬-২, ৬-০। কিন্তু এ দিন তিনি ছিলেন আরও অপ্রতিরোধ্য। মাত্র ৫৭ মিনিট লাগল তাঁর ইতিহাস গড়ে ঐতিহ্যবাহী উইম্বলডন চ্যাম্পিয়নশিপের স্বাদ পেতে। উল্লেখ্য, এটি শিয়নটেকের প্রথম উইম্বলডন শিরোপা। পাশাপাশি কেরিয়ারে এই নিয়ে ষষ্ঠ গ্র্যান্ড স্ল্যাম জিতে ফেললেন তিনি।
জাজবাত বাংলায় আরও পড়ুন
রবিবার অল ইংল্যান্ডের ঘাসের কোর্টে পুরুষদের মেগা ফাইনালে মুখোমুখি হতে চলেছেন আলকারাজ এবং সিনার। তার আগে শনিবার পোল্যান্ডের তারকার এই আধিপত্য এক দৃষ্টান্ত হয়ে রইল আগামীর জন্য। ১১৪ বছর আগের ঘটনাটি বাদ দিলে এমন ঘটনা শেষবার কবে অল ইংল্যান্ডে হয়েছে, তা বলা কঠিন। ১৩ নম্বরে থাকা আমান্ডা কার্যত পাত্তাই পেলেন না অষ্টম বাছাই শিয়নটেকের কাছে।
সেমিতে বলা যেতে পারে এক রকম অঘটন ঘটিয়েই এরিনা সাবালেঙ্কাকে হারিয়েছিলেন আমেরিকার আমান্ডা আনিসিমোভা। ফলে, মনে করা হচ্ছিল ফাইনালেও চমক দিতে পারেন তিনি। কিন্তু শিয়নটেকের সামনে তাঁর কোনও জারিজুরিই খাটল না। এদিন তিনি জিততে পারলেন না একটি গেমও। এদিকে পরিসংখ্যান বলছে, গত কয়েক বছরে মহিলাদের গ্র্যান্ড স্ল্যামে বেশিরভাগ শিরোপাই জিতেছেন ৩ জন। ইগা শিয়নটেক ছাড়াও এই তালিকায় রয়েছেন কোকো গফ এবং এরিনা সাবালেঙ্কা।