বলা নেই, কওয়া নেই, একেবারে বাড়ির ভিতর ঢুকে পড়লেন অনুরাগী। ‘অনুমতি ছাড়া’ই প্রবেশ করলেন তিনি। গোটা ঘটনায় বেশ চিন্তিত হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা কুশল টন্ডন। এক অনভিপ্রেত ঘটনার কথা নিজেই শেয়ার করে নিলেন অভিনেতা। কুশলের কথায় যখন ওই অনুরাগী বাড়িতে ঢুকে পড়েন তখন তিনি নিজেই বাড়িতে ছিলেন না।
ইউটিউবেও জাজবাত, আপডেট থাকুন আমাদের সঙ্গে
‘বরসাতে – মৌসম পেয়ার কা’, ‘বেহদ’, ‘এক হজারোঁ মে মেরি বহেনা হ্যায়’ ধারাবাহিক খ্যাত অভিনেতা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শনিবার এই বিষয়টি জানিয়েছেন। একটি বিস্তারিত পোস্টে তিনি গোটা ঘটনাকে ‘অত্যন্ত অস্বস্তিকর’ বলে উল্লেখ করেছেন। বিশেষত তাঁর সঙ্গে বাবা-মা থাকেন এখন। একইসঙ্গে আবারও উঠে এল অভিনেতা বা অভিনেত্রীদের ‘ব্যক্তিগত পরিসর’, ‘প্রাইভেসি’র মতো বিষয়গুলি যা বারবার লঙ্ঘিত হচ্ছে। অনুরাগীদের ভালোবাসা ও সহযোগিতার সম্মান রেখেই অভিনেতা বলছেন তাঁর বাড়িতে ঢুকে পড়া কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

তাঁর পোস্টে কুশল লেখেন, ‘নমস্কার সকলে, আজ, এমন একটা ঘটনা ঘটেছে যে সম্পর্কে আমি কথা বলতে চাই। আমি যখন বাইরে ছিলাম, এক অনুরাগী আমার বাড়িতে ঢুকে পড়েন অনুমতি ছাড়া। আমি খুব স্পষ্ট করে একটা কথা বলতে চাই – এই কাজটা একেবারেই অনুচিত।’ তিনি আরও লেখেন, ‘দয়া করে আমার প্রাইভেসি আর আমার ব্যক্তিগত পরিসরকে সম্মান দিন, বিশেষত আমার পরিবার যখন এখন আমার সঙ্গে থাকে। ভালোবাসা বজায় রাখুন – কিন্তু সেখানে যেন উভয় পক্ষের প্রতিই সম্মান ও বোঝাপড়া থাকে। ধৈর্য্য ধরে আমার কথা শোনার জন্য ধন্যবাদ। – কুশল।’
কাজের ক্ষেত্রে কুশল টন্ডনকে শেষ ‘বরসাতে – মৌসম পেয়ার কা’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। ধারাবাহিকে জনপ্রিয় অভিনেত্রী শিবাঙ্গী যোশীর সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। এছাড়া ‘বিগ বস’, ‘নাচ বালিয়ে’, ‘খতরোঁ কে খিলাড়ি’র মতো টেলিভিশন রিয়েলিটি শোয়ে অংশ নিতে দেখা গিয়েছে তাঁকে।