হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি তথা ভারতীয় সঙ্গীত দুনিয়ার উজ্জ্বল নাম অনু মালিক। অজস্র ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্ব যেমন সামলেছেন তেমন এমন একাধিক গানে কণ্ঠ দিয়েছেন যা আজও সাধারণ মানুষের মনে গেঁথে আছে। কয়েক বছর আগে যদিও তাঁর নাম জড়ায় ‘মি টু’তে। বিশ্বজুড়ে যখন চলছে ‘মি টু’ মুভমেন্ট, সেই সময় তাঁর বিরুদ্ধেও যৌন হেনস্থার অভিযোগ ওঠে। এতদিন পর সেই বিষয়ে মুখ খুললেন তাঁর ভাইপো, সঙ্গীতশিল্পী অমাল মালিক। সম্প্রতি সিদ্ধার্থ কাননকে দেওয়া এক সাক্ষাৎকারে অমাল জবাব দেন এই প্রসঙ্গে, খোলামেলা। সেই সময় কেন মুখ খোলেননি তিনি, জানালেন সেই কথাও। উল্লেখ্য, অনু মালিক ও ডাবু মালিক সম্পর্কে দুই ভাই, কিন্তু তাঁরা একে অপরকে পরিবার বলে গণ্য করেন না। ডাবু মালিকের ছেলে অমাল।
জাজবাত বাংলায় আরও পড়ুন
‘যা রটে তার কিছু তো বটে’, অমালের কথায় তেমনই ইঙ্গিত? অমাল মালিক বলেন, ‘অভিযোগের মধ্যে কিছু সত্যতা তো নিশ্চয়ই আছে, নয়তো এতজন মহিলা কেন এক অভিজ্ঞ সঙ্গীতশিল্পীর দিকে আঙুল তুলবেন? যখন মি টু মুভমেন্টের সময় অনু মালিকের বিরুদ্ধে অভিযোগ ওঠে, আমি মুখ খুলিনি, তাঁকে সাপোর্টও করিনি। আমি ওঁকে নিজের পরিবার বলে মনেই করি না ফলে আমার ভাবার বিষয়ও ছিল না। আমি বরং খুব অপ্রস্তুত বোধ করতাম। আমাদের কোনওদিন কোনও সম্পর্ক ছিল না। কিন্তু আমার মনে হয়, এতজন যখন ওঁর বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, তখন কিছু সত্যতা তো আছেই। নয়তো শুধু শুধু এসে লোকজন কেন এমন বলবেন? আগুন না জ্বাললে এমনি এমনি ধোঁয়া ওঠে না। পাঁচজন ভিন্ন মানুষ একজনের বিরুদ্ধে এমনি এমনি কথা বলতে পারেন না।’
ইউটিউবেও জাজবাত, আপডেট থাকুন আমাদের সঙ্গে
সেই সময় একাধিক মহিলা অনু মালিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন। অমালের কথায় সেই সময় তাঁর বাবা, ডাবু মালিকও চিন্তায় পড়ে গিয়েছিলেন। অমাল নিজে একাধিক মহিলার সঙ্গে নানা মিউজ়িক ভিডিয়োয় কাজ করেছেন। তাঁর বাবার চিন্তা হয়েছিল এই আবহে যদি অমালকেও সেই আলোচনায় টেনে নেওয়া হয়। যদিও তিনি বাবাকে আশ্বস্ত করেন যে এমন কিছু হবে না। অমাল বাবাকে বোঝান, ‘বিষয়টা এরকম একেবারেই নয়। গানের পরিবর্তে শারীরিক সম্পর্ক করতে চেয়েছি, এমন আমি নই। আমার সঙ্গে সকল মহিলাই নিরাপদ বোধ করেন।’
কাজের ক্ষেত্রে অমাল মালিক শেষ কার্তিক আরিয়ান অভিনীত ব্লকবাস্টার হরর কমেডি ঘরানার ‘ভুল ভুলাইয়া ৩’ ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন। নতুন কোনও প্রজেক্টের কথা ঘোষণা করেননি যদিও। তবে সবাইকে চমকে দিয়ে তাঁর পরিবারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করেন কিছুদিন আগেই