দিব্যেন্দু মজুমদার, হুগলি
বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের হেনস্থার অভিযোগ। বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালিদের আটকে হেনস্থার অভিযোগ তুলে রবিবার চুঁচুড়ায় প্রতিবাদ মিছিল করলেন বিধায়ক অসিত মজুমদার। সম্প্রতি ওড়িশায় কাজ করতে গিয়ে চুঁচুড়ার সুকান্তনগরের এক বাঙালি যুবক দেবাশিস দাসকে বাংলাদেশি সন্দেহে তিন দিন আটকে রাখা হয় বলে অভিযোগ। শুক্রবারই ওই যুবক বাড়ি ফিরেছেন। রবিবার দেবাশিসকে নিয়ে মিছিল করে তৃণমূল। যুবককে মালা পরিয়ে সংবর্ধনা জানানোর পর পিপুলপাতির মোড় থেকে প্রতিবাদ মিছিল বের হয়। ঘড়ির মোড়ে গিয়ে শেষ মিছিল।
তৃণমূলের প্রতিবাদ মিছিলে পা মেলান আমজনতাও। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠেন তারা। মিছিল শেষে বিধায়ক অসিত মজুমদার বলেন, “শুধুমাত্র বাঙালি বিদ্বেষের কারণে ওড়িশায় ৫০০ বাঙালিকে আটকে রাখা হয়েছে। তাদের হেনস্থার শিকার হতে হচ্ছে। এদের মধ্যে সোনারপুর, বারুইপুর, মুর্শিদাবাদ এবং হুগলির বেশ কয়েকজন বাঙালি রয়েছেন। শুধু বাঙালি হওয়া এবং বাংলায় কথা বলার অপরাধেই আজ তাদেরকে অপরাধী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে এই বাংলাতে গুজরাটি, হিন্দি, তেলেগু, মারাঠি, উড়িয়া-সহ বহু ভাষাভাষীর মানুষ বাস করেন। তাদেরকে আমরা অসম্মান করি না।”