লক্ষ লক্ষ চাকুরিজীবীদের জন্য সুখবর। চলতি সপ্তাহেই পিএফ অ্যাকাউন্টে মিলতে পারে সুদের টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে নতুন সুদের হার ঘোষণা করেছিল কেন্দ্র। বর্তমানে তা ৮.২৫ শতাংশ রাখা হয়েছে। এবার পিএফের সঞ্চয়ের উপর সেই হারে সুদ পেতে চলেছেন গ্রাহকরা। নির্ধারিত সময়ের আগেই সেই টাকা ঢুকবে পিএফ অ্যাকাউন্টে।
সাধারণত অগাস্ট বা সেপ্টেম্বরে সুদ বাবদ টাকা জমা হয়। তবে এবারে তা জুলাইতেই হয়ে যেতে পারে। সূত্রের খবর, ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য ৮.২৫ শতাংশ হারে পিএফ সুদ নির্ধারিত সময়ের আগেই ৯৬.৫১ শতাংশের বেশি EPFO অ্যাকাউন্টে জমা হয়ে গিয়েছে। বাকি অ্যাকাউন্টগুলিতে সুদ এই সপ্তাহের মধ্যেই জমা হওয়ার সম্ভাবনা রয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় জানিয়েছেন, চলতি সপ্তাহেই ইপিএফও-র সমস্ত অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদের টাকা ঢুকে যাবে।
জাজবাত বাংলায় আরও পড়ুন
সংবাদসংস্থা পিটিআইকে মন্ত্রী জানান, “২০২৪-২৫ অর্থবর্ষে মোট ১৩.৮৮ লক্ষ প্রতিষ্ঠানের প্রায় ৩৩.৫৬ কোটি সদস্যের অ্যাকাউন্ট আপডেটের কাজ চলছে। তার মধ্যে ৮ জুলাই পর্যন্ত ১৩.৮৬ লক্ষ প্রতিষ্ঠানের ৩২.৩৯ কোটি গ্রাহকের অ্যাকাউন্টে ইতিমধ্যেই সুদের টাকা ঢুকে গিয়েছে।” বাকি অ্যাকাউন্টগুলিতেও চলতি সপ্তাহের মধ্যেই টাকা ঢুকে যাবে।
তবে কীভাবে চেক করবেন পিএফের ব্যালেন্স?
UMANG অ্যাপ ডাউনলোড করে মোবাইল নম্বর ও ওটিপি দিয়ে লগ ইন করতে হবে। এরপর ইপিএফও সেকশনে গিয়ে ভিউ পাসবুক অপশনে ক্লিক করতে হবে। এরপর UAN ও ওটিপি দিলেই ব্যালেন্স দেখা যাবে।
অথবা, epfindia.gov.in ওয়েবসাইটে গিয়ে Services অপশনে ক্লিক করে For Employees সেকশনে গিয়ে মেম্বার পাসবুক অপশনে ক্লিক করে UAN ও পাসওয়ার্ড দিলেই ব্যালেন্স দেখা যাবে। এছাড়াও 9966044425 নম্বরে মিসড কল দিলে ও 7738299899 নম্বরে EPFOHO UAN ENG লিখে মেসেজ করলেও ব্যালেন্স দেখা যাবে।