চলতি ইংল্যান্ড সফরে স্বপ্নের ফর্মে রয়েছেন ঋষভ পন্থ। ব্যাটে যেমন রান আসছে। তেমনিই উইকেটের পিছনে দস্তানা হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ভারতীয় উইকেটরক্ষক। কিন্তু লর্ডস টেস্টে তাঁর আঙুলের চোট চিন্তা বাড়াল টিম ইন্ডিয়ার অন্দরমহলে। চোটের কারণে প্রথম ইনিংসের বেশিরভাগ সময়টাই মাঠের বাইরে পাঠিয়েছেন পন্থ। এ বার রবিবার টেস্টের চতুর্থ দিনও কিপিং করতে পারছেন না তিনি।
লিডস টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন ঋষভ পন্থ। লর্ডসেও ব্যাট হাতে খেলেছেন ৭৪ রানের মূল্যবান ইনিংস। সেই সঙ্গে ভেঙে দিয়েছেন ভিভ রিচার্ডসের ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সবথেকে বেশি ৬ মারার রেকর্ড। ভেঙে দিয়েছেন বিলেতের মাটিতে ভারতীয় উইকেট কিপারদের মধ্যে মহেন্দ্র সিং ধোনির সবথেকে বেশি রান করার রেকর্ডও। কিন্তু এর পাশাপাশি পন্থের চোট চিন্তা বাড়িয়েছে অধিনায়ক শুভমন গিলের।
টেস্টের প্রথম দিন দ্বিতীয় সেশনে আঙুলে চোট পান ঋষভ। মধ্যাহ্নভোজের বিরতির পর লেগ সাইডে বল ধরতে গিয়ে বাঁ হাতের তর্জনীতে চোট পান তিনি। এরপর আর গোটা ইনিংসে কিপিং করতে পারেননি পন্থ। পরিবর্তন কিপার হিসেবে মাঠে নামেন ধ্রুব জুরেল। এরপর অবশ্য ব্যাট করেছেন পন্থ। গুরুত্বপূর্ণ ইনিংস খেলে বিপদমুক্তও করেছেন দলকে। কিন্তু ইংরেজদের দ্বিতীয় ইনিংসেও ভারতের উইকেটরক্ষক সেই ধ্রুব জুরেল। রবিবারও কিপিং করতে নামলেন না পন্থ।
এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই জল্পনা শুরু পন্থের চোট নিয়ে। ইতিমধ্যেই তাঁর আঙুলের স্ক্যান করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে চোট কতটা গুরুতর তা স্পষ্ট করে জানানো হয়নি এখনও। এ দিকে পন্থ নামতে না পারলেও এ দিন সকালেই ইংরেজদের চাপে ফেলে দিয়েছেন ভারতীয় বোলাররা। প্রথম ইনিংসে দুই দলের স্কোরই ছিল ৩৮৭। দ্বিতীয় ইনিংসে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ৫০ রানে ৩ উইকেট খুইয়ে বিপাকে ইংল্যান্ড। দুটি উইকেট মহম্মদ সিরাজের। একটি নিয়েছেন নীতিশ কুমার রেড্ডি।