এমনিতেই শিরোনামে থাকেন বলিউডের তারকা পরিচালক প্রযোজক করণ জোহর। এখন তাঁর চেহারার কারণে নজর কাড়ছেন তিনি। এমনিতে তাঁর নামের পাশে স্বজনপোষণে মদত দেওয়ার তকমা বহুদিনের। তার সঙ্গে বিগত কয়েক বছরে সাধারণ মানুষের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে তাঁর সাজপোষাক, তিনি সমকামী না উভকামী, এমন একাধিক বিষয়। এখন সকলের আলোচনায় করণ জোহরের ওজন হ্রাস।
স্বেচ্ছায় ওজন ঝরাচ্ছেন তিনি? কোনও মাদকের সাহায্য নিচ্ছেন নাকি বড় কোনও রোগ ধরল তাঁকে? এই সমস্ত আলোচনায় বারবারই শোনা গিয়েছে ওজন কমাতে নাকি ‘ওজ়েম্পিক’ নামক এক ড্রাগের সাহায্য নিচ্ছেন তিনি। যদিও বারবার সেই জল্পনায় জল ঢেলেছেন করণ। সম্প্রতি এক অনুষ্ঠানে ফের এই বিষয়ে মুখ খুললেন তিনি।
সম্প্রতি ‘ধড়ক ২’ ছবির ট্রেলার লঞ্চে এই বিষয়ে ফের মুখ খুললেন। সোশ্যাল মিডিয়ায় এখন জোর গুঞ্জনের মূল বিষয় করণের ঝরে যাওয়া ওজন। নিজের প্রযোজিত ছবির ট্রেলার লঞ্চে তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হয়। করণ বলেন, ‘আমি কাল ইন্টারনেটে দেখলাম লোকজন তো আমাকে মেরেই ফেলেছে। লিখেছেন, ‘আপনার কী হয়েছে? কোন রোগ বাসা বেঁধেছে শরীরে?’ আমি সক্কলকে এটা বলতে চাই, আমি একেবারে সুস্থ। আমি খুব ভালো আছি। আগে কখনও নিজেকে এতো হালকা মনে হয়নি।’
তিনি আরও বলেন, ‘আমার এই ওজন হ্রাসের পিছনে একটাই মাত্র কারণ আছে… জীবন ও স্বাস্থ্যকে ভালো রাখতে নানা ধরনের বদল ঘটিয়েছি। আমি জীবিত আছি, এবং জীবিতই থাকব। আমি ইন্টারনেটের সকলকে জানাতে চাই যে আমি আরও অনেক অনেক বছর বাঁচতে চাই, বিশেষত আমার সন্তানদের জন্য। এখনও অনেক গল্প বেঁচে রয়েছে আমার ভিতরে।’ উল্লেখ্য ‘ধড়ক ২’ ছবিতে সিদ্ধান্ত চতুর্বেদী ও তৃপ্তি দিমরি জুটি বাঁধবেন।
কিছুদিন আগে করণের সঙ্গে কমেডিয়ান সময় রায়নার ছবি শোরগোল ফেলেছিল সোশ্যাল মিডিয়ায়। সেখানেই বলিউড পরিচালকের ‘রোগা চেহারা’ চিন্তায় ফেলে অনুরাগীদের। তার আগে ‘ফিগারিং আউট উইথ রাজ সামানি’ পডকাস্টেও এই একই বিষয়ে কথা বলেন তিনি। ‘আমি চিরকালই স্থূলতার সঙ্গে লড়াই করেছি। হাজার রকমের ডায়েট, শ’পাঁচেক ওয়ার্কআউট চেষ্টা করে দেখে ফেলেছি। কিছুতেই কাজ হয়নি। বছরের পর বছর ধরে এই লড়াই চালিয়ে অবশেষে আমি কিছু রক্তপরীক্ষা করাই এবং বুঝি যে থাইরয়েড ইত্যাদির সমস্যা আছে আমার। এখন লোকজন জিজ্ঞেস করেন যে আমি ওজ়েম্পিক ইত্যাদি সেবন করছি কি না। আমি বিরক্ত। সত্য সম্পর্কে তাঁদের কোনও আইডিয়া নেই এবং আমি সেটা শেয়ারও করতে চাই না আর।’