দেশের বিভিন্ন রাজ্যে বাংলাভাষী মানুষজনদের হেনস্থা বা হয়রানির প্রতিবাদে এবার পথে নামছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৬ জুলাই বিভিন্ন রাজ্যে বাংলাভাষী মানুষজনের বিরুদ্ধে হেনস্থা বা হয়রানির প্রতিবাদে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল করবেন মমতা। এই প্রতিবাদ মিছিলে মুখ্যমন্ত্রীর সঙ্গে অংশ নেবেন রাজ্যের ক্যাবিনেট পর্যায়ের অন্যান্য মন্ত্রী তথা শাসকদলের নেতৃত্ব। মিছিলে থাকতে পারেন রাজ্যের বিশিষ্টজন ও গুণীজনেরাও।
‘বাংলা ভাষা বাঁচাও এবং বাংলাভাষীদের ওপর নির্যাতন বন্ধ হোক ‘ এই দাবি রেখেই কলকাতার রাজপথে সংগঠিত হবে মহামিছিল। শুধু কলকাতায় মমতার প্রতিবাদ মিছিল নয়, গোটা রাজ্যজুড়ে ওই দিন দুপুর দুটো নাগাদ সমস্ত সাংগঠনিক জেলায় এই প্রতিবাদ মিছিল করবে তৃণমূল কংগ্রেস।
জাজবাত বাংলায় আরও পড়ুন
মূলত, বাংলা থেকে বিভিন্ন রাজ্যে যাওয়া পরিযায়ী শ্রমিক এবং তাদের পরিবারের উপরেই এই ধরনের অত্যাচার চলছে বলে আগেই জানিয়েছে নবান্ন। কেন্দ্র তথা সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে এর জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ারও আবেদন জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রাজধানী দিল্লি-সহ দেশের উত্তর ও উত্তর-পশ্চিম এবং পশ্চিমের রাজ্যগুলিতে বাংলাভাষী মানুষজনকে হেনস্থা ও হয়রানির শিকার হতে হচ্ছে।
বাংলায় কথা বললেই তাদেরকে ” বাংলাদেশি” বলে চিহ্নিত করে ‘পুশ ব্যাক’ করার চেষ্টা চলছে বলে অভিযোগ। এমনকি প্রতিবেশী ওড়িশাতেও একই ঘটনা ঘটে চলেছে। যা নিয়ে ইতিমধ্যেই ওড়িশার মুখ্যসচিবকে চিঠি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন বাংলার মুখ্যসচিব। এর আগে গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তর প্রদেশ এমনকি রাজধানী দিল্লিতেও এধরনের ঘটনা একাধিকবার ঘটেছে। যা নিয়ে ইতিমধ্যেই সোচ্চার হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জাজবাত বাংলায় আরও পড়ুন
কেন্দ্রীয় সরকারকে এ ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। এমনকি বাংলা বলা যদি অপরাধ হয়ে থাকে তাহলে বাংলা ভাষা ” নিষিদ্ধ ” করা হোক এমনটাও দাবি তুলেছেন মমতা। যদিও কেন্দ্রের তরফে আবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত মেলেনি বলেও অভিযোগ রাজ্য সরকারের। অবশেষে এবার কলকাতার রাজপথে নেমে প্রতিবাদ মিছিল করতে চলেছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
