লর্ডসের চতুর্থ দিনেই খাদের কিনারায় চলে গিয়েছিল টিম ইন্ডিয়া। হোম অব ক্রিকেটে ১৯৩ তাড়া করতে নেমে রবিবারই ৫৮ রানে ৪ উইকেট হারায় শুভমন গিলের দল। তৃতীয় উইকেট পড়ার পর নৈশপ্রহরী হিসেবে এসেছিলেন আকাশ দীপ। কিন্তু দিনের দুই বল বাকি থাকতে আউট তিনিও। এ বার এই ঘটনার জন্য দলের উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্থের দিকে আঙুল তুললেন ভারতের প্রাক্তন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি মনে করেন, হয়ত পন্থের জন্যই তড়িঘড়ি আকাশ দীপকে পাঠানো হয়েছিল ক্রিজে।
দিনের ২০ মিনিট বাকি থাকতে তৃতীয় উইকেট হারিয়েছিল ভারত। ব্রাইডন কার্সের বলে ৬ রানে আউট হয়ে ফেরেন অধিনায়ক শুভমন গিল। এরপরই কিছুটা যেন তাড়াহুড়ো করেই ‘নাইট ওয়াচম্যান’ হিসেবে নামতে দেখা যায় জোরে বোলার আকাশকে। ক্রিজে আসতে আসতেই নিজের গ্লাভস এবং আর্ম গার্ড ঠিক করছিলেন তিনি। যা দেখে নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিনের দাবি, ঋষভ পন্থ সম্ভবত দিনের শেষ লগ্নে ব্যাটিং করতে আপত্তি জানিয়েছিলেন। সে কারণেই একেবারে শেষ মুহূর্তের সিদ্ধান্ত পাঠানো হয় আকাশকে।
জাজবাত বাংলায় আরও পড়ুন
নিজের ভিডিওতে পন্থকে নিয়ে অতীতের একটি ঘটনাও তুলে ধরেছেন অশ্বিন। তাঁর কথায়, “২০২২ সালের মিরপুর টেস্টে চতুর্থ ইনিংসে ১৪০ মত লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত ২ উইকেট হারিয়েছিল ভারত। আমি তখন বোলিংয়ের পর সাজঘরে অ্যানালিস্ট আর কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে বসেছিলাম। তখন হঠাৎই ঋষভ এসে বলে, ও ব্যাট করতে যাবে না। এ দিকে দিনের তখনও ৩০-৪০ মিনিট বাকি। ফলে পরের উইকেট পড়তেই বাধ্য হয়ে অক্ষর প্যাটেলকে পাঠানো হয় ক্রিজে। এরপর নাইট ওয়াচম্যান হিসেবে যায় জয়দেব উনাদকাট।”
অশ্বিন মনে করেন, লর্ডসেও ঘটেছে একই ঘটনা। মিরপুরে দিনের শেষভাগে ব্যাট করতে যেতে চাননি ঋষভ। কোচকে মুখের ওপর ওপর বলে দিয়েছিলেন নিজের আপত্তির কথা। লর্ডসেও তেমনটাই ঘটেছে। যদিও এ ক্ষেত্রে কিছুটা হলেও মান্যতা দেওয়া যেতে পারে ভারতীয় কিপার ব্যাটারের ইচ্ছেকে। আঙুলের চোটে টেস্টের বেশির সময়টাই কিপিং করতে পারেননি তিনি। অবশ্য সোমবার পঞ্চম দিনের সকালে নেমেও সুবিধা করতে পারেননি পন্থ। প্রথম ইনিংসে ৭৪ করলেও এ দিন ৯ রানে জোফরা আর্চারের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি।
