হরিয়ানার রাজ্যপাল পদে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি! কে এই অসীম ঘোষ?

❤️ Like 🔄 Share 👁️ 0 Share on WhatsApp হরিয়ানার রাজ্যপাল হিসাবে মনোনীত হলেন অসীম ঘোষ। আজ সোমবার একাধিক রাজ্যের রাজ্যপাল এবং লেফটেন্যান্ট গভর্নর পদে নিয়োগ করা হয়েছে। বিস্তারিত জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু’র তরফে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। যেখানে হরিয়ানার রাজ্যপাল হিসাবে দায়িত্ব বুঝে নেবেন হাওড়ার ছেলে অসীম ঘোষ। দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতিতে যুক্ত … Continue reading হরিয়ানার রাজ্যপাল পদে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি! কে এই অসীম ঘোষ?