বিজেপিশাসিত একাধিক রাজ্যে বাংলার শ্রমিকদের উপর আক্রমণের ঘটনা ঘটেছে। বাংলা বললেই বাংলাদেশি প্রমাণে মরিয়া চেষ্টা চলছে বলে অভিযোগ। এমনকী ডিটেনশন ক্যাম্পেও আটকে রাখার ঘটনা ঘটেছে। যা নিয়ে লাগাতার আওয়াজ তুলেছে তৃণমূল। হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যের প্রতিবাদ, আবার কখনও ওডিশা কিংবা দিল্লিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের ঘটনায় গর্জে উঠেছেন শীর্ষ নেতৃত্ব। এবার এই ইস্যুতে সরাসরি ময়দানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী বুধবার অর্থাৎ ১৬ তারিখ পথে নামছেন তিনি। তবে একা নন, দলনেত্রীর মিছিলে হাঁটবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আজ সোমবার শাসকদলের তরফে এমনটাই জানানো হয়েছে। সামনেই তৃণমুলের ২১ জুলাই এবং তার আগে ১৮ জুলাই বঙ্গে রয়েছে মোদীর সভা। আর তার ঠিক আগেই ময়দানে মমতা-অভিষেক ডুয়ো! যা রাজনৈতিক ভাবে খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। গতবছর অর্থাৎ ২০২৪ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিলে অংশ নিয়েছিলেন অভিষেক।
জাজবাত বাংলায় আরও পড়ুন
নারী দিবসকে সামনে রেখে শহর কলকাতায় সেই মিছিল হয়। দীর্ঘ কয়েকমাস পর ফের মিছিলে মমতা এবং অভিষেক। বিশেষ করে ২১ জুলাইয়ের আগে ফের সক্রিয় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তা কার্যত স্পষ্ট। জানা গিয়েছে, কলেজ স্কোয়ার থেকে এই মিছিল শুরু হবে। যাবে ডোরিনা ক্রসিং পর্যন্ত। মিছিল শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার কথা আছে। এমনকী অভিষেকও বক্তব্য রাখতে পারেন বলে জানা যাচ্ছে। তবে কী বার্তা দেন সেদিকেই নজর থাকবে। বিজেপি এবং নরেন্দ্র মোদী সরকার যে মমতা-অভিষেকের টার্গেট হবেন তা স্পষ্ট।
জানা গিয়েছে, দুপুর ২ টো থেকে শুরু হবে এই কর্মসূচি। কলকাতা এবং শহরতলির নেতা-কর্মীরা এই মিছিলে অংশ নেবেন। গত কয়েকদিন আগেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘আদমশুমারি নথিতে মাতৃভাষা হিসাবে বাংলা লিখলেই বোঝা যাবে কতজন বিদেশি আছে’। অর্থাৎ তাঁর কথার অর্থ, বাংলা বললেই যেন বাংলাদেশি? আর এহেন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয় শাসকদল তৃণমূলের তরফে।
অন্যদিকে বিজেপি শাসিত দিল্লিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের ঘটনাতেও প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। এমনকী দিল্লির বসন্ত কুঞ্জের জয় হিন্দ কলোনি পরিদর্শন করেছে তৃণমূলের প্রতিনিধি দল। যেখানে সুখেন্দু শেখর রায়, সাগরিকা ঘোষ সহ একাধিক সাংসদ ছিলেন। ওডিশাতেও একই ছবি দেখা যায়। একের পর এক এই ঘটনার প্রতিবাদ জানাতেই এবার পথে নামছেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।
