মুখ্যসচিবের সঙ্গে দীর্ঘ বৈঠকেও মিলল না সমাধান সূত্র! যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে আজ সোমবার রাতের মধ্যেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ডেডলাইন বেঁধে দিলেন আন্দোলনরত চাকরিহারারা। তাঁদের একটাই দাবি, রাত ১২ টা পর্যন্ত সময়, এর মধ্যেই যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। আর তা হলে রাস্তাতেই থাকার হুঁশিয়ারি চাকরিহারা আন্দোলনকারীদের। যা নিয়ে উত্তাল কলকাতা। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।
আজ সোমবার একাধিক ইস্যুতে নবান্ন অভিযানের ডাক দেন যোগ্য চাকরিপ্রার্থীরা, যা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এই অবস্থায় চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলবেন বলে জানান মুখ্যসচিব। সেই মতো ২০ জনের একটি দলও তৈরি করা হয়। কিন্তু দেখা যায় মুখ্যসচিব চাকরিপ্রার্থীদের সঙ্গে শিবপুর পুলিশ লাইনে বৈঠকে বসেছেন। বেশ কিছুক্ষণ ধরে চলে সেই বৈঠক। কিন্তু সেই বৈঠক ফলপ্রসূ হয়নি বলেই দাবি চাকরিপ্রার্থীদের।
জাজবাত বাংলায় আরও পড়ুন
আন্দোলনকারীদের দাবি, মুখ্যসচিব কোনও প্রশ্নের উত্তর দিতে পারেননি। এমনকী দশ মিনিটেই তিনি বৈঠক ছেড়ে চলে গিয়েছেন বলেও দাবি চাকরিপ্রার্থীদের। এরপরেই আন্দোলনকারীদের স্পষ্ট হুঁশিয়ারি, তালিকা আজ সোমবার রাত ১২ টার মধ্যেই প্রকাশ করতে হবে, তা না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি যোগ্য চাকরিপ্রার্থীদের। এদিন আন্দোলনকারীরা কার্যত বিস্ফোরক এক দাবি করেছেন। বাংলা এক সংবাদমাধ্যমে এক চাকরিপ্রার্থী জানিয়েছেন, সরকারি আইনজীবীরা অযোগ্যদের সঙ্গে বৈঠক করছেন। এই সংক্রান্ত খবর তাঁদের কাছে আছে। কিন্তু যোগ্যদের সঙ্গে কেউ বসছে না বলে অভিযোগ চাকরিপ্রার্থীর।
অন্যদিকে আরও সূত্রের খবর, চলতি সপ্তাহ শেষে কালীঘাট অভিযানেরও প্রস্তুতি নিচ্ছেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের পথ না ছাড়ার হুঁশিয়ারির পরেই নড়েচড়ে বসে পুলিশের শীর্ষ আধিকারিকরা। তাঁদের সঙ্গে কথাও বলে পুলিশ। এরপর আন্দোলনকারীরা জানান, এদিনের অবস্থানের সিদ্ধান্ত থেকে সরে আসছেন তাঁরা। তবে নিজেদের দাবিতে অনড় থাকবেন তাঁরা।
