সঞ্জয় লীলা ভনশালী ও রণবীর সিংয়ের ‘ডেডলি ডুও’য় ভাঙন? বলিউড সূত্রে খবর তেমনই। তারকা পরিচালক ও অভিনেতার বন্ধুত্বে নাকি চিড় ধরেছে, নেপথ্যে কি রণবীর কাপুর? যে জুটি একসঙ্গে কাজ করা মানেই হিট, সেই পরিচালক ও অভিনেতার মধ্যে এমন কী ঘটল? শোনা যাচ্ছে, সঞ্জয় লীলা ভনশালী তাঁর পরবর্তী বড় প্রজেক্ট ‘লভ অ্যান্ড ওয়ার’-এ নায়কের চরিত্রে রণবীর সিংকে কাস্ট না করার কারণেই নাকি চটেছেন তিনি।
ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘লভ অ্যান্ড ওয়ার’। ঘোষণা হয়েছে স্টার কাস্ট। রণবীর কাপুর, আলিয়া ভট্ট ও ভিকি কৌশলকে দেখা যাবে মুখ্য তিন চরিত্রে। সূত্রের খবর, প্রথমে দ্বিতীয় মুখ্য চরিত্রের প্রস্তাব গিয়েছিল রণবীর সিংয়ের কাছে, কিন্তু তিনি ফিরিয়ে দেন সেই প্রস্তাব। এরপরেই সেই চরিত্র যায় ভিকি কৌশলের কাছে। এরপরেই নাকি এক প্রকার মুখ দেখাদেখি বন্ধ সঞ্জয় লীলা ভনশালী ও রণবীর সিংয়ের। যে জুটি এর আগে ‘রাম লীলা’, ‘বাজিরাও মস্তানি’ বা ‘পদ্মাবত’-এর মতো ব্লকবাস্টার হিট উপহার দিয়েছেন বক্স অফিসে, তাঁদের একসঙ্গে আর কাজ করতে দেখবেন না দর্শক?
জাজবাত বাংলায় আরও পড়ুন
এই জল্পনা আরও দৃঢ় হয় যখন রণবীর সিংয়ের জন্মদিনের পার্টিতে দেখা মেলেনি সঞ্জয় লীলা ভনশালীর। ডেকান ক্রনিকলের প্রতিবেদন অনুযায়ী, ৬ জুলাই রণবীর সিং তাঁর ৪০ বছরের জন্মদিন পালন করেনে একেবারে ব্যক্তিগত পরিসরে। যেখানে উপস্থিত ছিলেন একেবারে ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা। কিন্তু সেই তালিকায় ছিল না ‘হীরামাণ্ডি’ পরিচালকের নাম।
সঞ্জয় লীলা ভনশালীর ড্রিম প্রজেক্ট ‘বৈজু বাওয়ার’ ছবির মুখ্য চরিত্রে অভিনয় করার কথা ছিল রণবীর সিংয়ের। শোনা যাচ্ছে, সেই প্রজেক্ট থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি। আপাতত পরিচালক যদিও ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন। অন্যদিকে আদিত্য ধরের পরবর্তী অ্যাকশনে ভরপুর ‘ধুরন্ধর’ ছবিতে দেখা মিলবে রণবীর সিংয়ের। তাঁর জন্মদিনেই মুক্তি পেয়েছে ছবির প্রথম লুক যা ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
রণবীর সিং ও সঞ্জয় লীলা ভনশালীর অধ্যায় আপাতত থমকে গেলেও অনুরাগীরা এখনও আশায় রয়েছেন যে ভুল বোঝাবুঝি ভুলে, ঝগড়া মিটিয়ে ফের একসঙ্গে কাজ করবেন তাঁরা।