পুজোয় এবার বড়পর্দায় একগুচ্ছ ছবি মুক্তি পাচ্ছে। তার মধ্যে অন্যতম সাসপেন্স থ্রিলার ঘরানার ‘বানসারা’। মুখ্য দুই চরিত্রে দেখা যাবে বনি সেনগুপ্ত ও অপরাজিতা আঢ্যকে। বাকি চরিত্রদের প্রথম লুক প্রকাশ্যে এসেছিল আগেই। এবার দেখা মিলল রাজমাতা চরিত্রে অপরাজিতা আঢ্যর। সেই সঙ্গে প্রকাশ্যে এল ছোট রাজমাতার লুকও। জোর কদমে চলছে ছবির কাজ।
পুরুলিয়ার পাহাড়ের কোলে একের পর এক সেট ফেলে জোর কদমে চলছে ‘বানসারা’ ছবির শ্যুটিং। তৈরি হয়েছে ৪০ ফুট উঁচু দেবী মূর্তি। সেই সঙ্গে একটা গ্রামের সমস্ত মাটির বাড়িতে রং করেই তৈরি হয়েছে সেট। প্রতিদিন সেখানে প্রায় ছয়শো থেকে সাতশো জনের টিম নিয়ে শ্যুটিং হচ্ছে। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক আতিউল ইসলাম। মুখ্য চরিত্রে অভিনেত্রী অপরাজিতা আঢ্য, অভিনেতা বনি সেনগুপ্ত ও মুন সরকার। এর আগে ছবির বাকি চরিত্রের লুক প্রকাশিত হলেও অপরাজিত আঢ্যর রাজমাতার লুক ও ছোট রাজমাতার লুক এবার প্রকাশ্যে এল। ছোট রাজমাতার চরিত্রে দেখা মিলবে শিশুশিল্পী তানিসি মুখোপাধ্যায়ের। পরিচালক আতিউল ইসলামের কথায়, ‘এই ছবিতে প্রতিটা চরিত্রের আলাদা স্তর রয়েছে। ছবিতে তিনটি গান রয়েছে, যেখানে অভিনেত্রী অপরাজিতা আঢ্য ও বনি সেনগুপ্তকে দর্শক দেখলে রীতিমতো চমকে যাবেন। এই ছবিতে তানিসি মুখোপাধ্যায়কে অপরাজিত আঢ্যর ছোটবেলার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। দর্শকের জন্য আরও অনেক চমক থাকছে এই ছবিতে।’
পুরুলিয়ার শিডিউল শেষ করে এবার কলকাতায় শুরু হয়েছে ছবির দ্বিতীয় ভাগের শ্যুটিং। এই প্রথম অপরাজিতা আঢ্যকে দেখা যাবে নেতিবাচক চরিত্রে। ‘বানসারা’ মূলত পুরুলিয়ার জঙ্গলে ঘেরা একটি গ্রাম। সেখানে গ্রামের বনদেবীর নাম অনুসারেই গ্রামের নাম হয়েছে ‘বানসারা’। এই বনদেবী এতটাই জাগ্রত যে, গ্রামের অপরাধীদের নিজের হাতে সাজা দেন। দেবীর ইচ্ছে, আদেশ সবকিছু বড়মা মারফত গ্রামের সবার কাছে পৌঁছে দেন। এই বড়মা হলেন গ্রামের জমিদার বাড়ির একমাত্র মেয়ে গৌরীকা দেবী। তিনিই এই গ্রামের শেষ কথা। এই গ্রামের ভালো মন্দ সবকিছু ঠিক হয় এই গৌরীকা দেবীর কথায়। বানসারার রক্ষক ও সর্বময় কর্ত্রী এই গৌরীকা দেবী। কিন্তু এই গ্রামে হঠাৎ একদিন আসেন পুলিশ অফিসার অজিতেশ। বানসারার রক্ষক এবার হবেন কে? অন্যদিকে ছবিতে আরও এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে গ্রামের প্রধান শিক্ষিকাকে। প্রধান শিক্ষিকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মুন সরকার। ‘পিএম মুভিজ’-এর ব্যানারে সারফারাজ মল্লিকের প্রযোজনায় মুক্তির অপেক্ষায় ‘বানসারা’