৮ কোটি ‘ব্লাড মানির’ প্রস্তাবে পিছোল নিমিশার মৃত্যুদণ্ড

❤️ Like 🔄 Share 👁️ 0 Share on WhatsApp সাময়িক স্বস্তি নিমিশার। ইয়েমেনে পিছিয়ে গেল কেরলের বাসিন্দা নিমিশা প্রিয়ার ফাঁসি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, পূর্বনির্ধারিত ১৬ জুলাই তাঁর ফাঁসি কার্যকর হচ্ছে না। ভারত বিদেশ মন্ত্রক সূত্র জানিয়েছে, ইয়েমেনের ‘ব্লাড মানি’ প্রথা মেনে ৮ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে মৃতের পরিবারকে। সেই প্রস্তাব ভাবনা … Continue reading ৮ কোটি ‘ব্লাড মানির’ প্রস্তাবে পিছোল নিমিশার মৃত্যুদণ্ড