গোটা বিশ্বের মধ্যে বৃহত্তম রেল নেটওয়ার্ক হিসেবে চতুর্থ অধিকারী ভারতীয় রেল আমাদের গর্ব। প্রতিদিন কোটি কোটি মানুষ ভারতের আনাচে-কানাচে যেতে রেল যাত্রার সুবিধা সুবিধা ভোগ করে উপকৃত হন। ভারতীয় রেলের যাত্রীদের সুরক্ষা এবং স্বাছন্দের দিকেও বিশেষ নজর রাখে। তার নিজস্ব বহু নিয়ম বিধি রয়েছে যা না মানলে কড়া শাস্তির ব্যবস্থাও রয়েছে। শুধু বৈধ টিকিট কেটে ওঠাই যাত্রীদের একমাত্র নিয়ম বিধির মধ্যে পড়ে না। পাশাপাশি রেলে কোন কোন বস্তু নিয়ে যাওয়া নিষিদ্ধ তা অবশ্যই জানা উচিত। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে বহু যাত্রীর সেই সম্পর্কে সম্যক ধারণাই নেই। তা না হলে আমরা যে কোনও সময় বিপদের মুখে পড়তে পারি।
রেল নির্ধারিত নিষিদ্ধ বস্তু নিয়ে উঠলে শুধু জরিমানাই নয় হতে পারে জেলও। আমদের নিত্যদিন কাজের সূত্রে বা কোনো সময় ভ্রমণের উদ্দেশ্য ট্রেনে উঠতেই হয়। কিন্তু তা সত্ত্বেও অনেকেই জানি না ট্রেনে কোন কোন জিনিস নিয়ে ওঠা অপরাধের সামিল। ধরা পড়লে যেমন জরিমানা হতে পারে, তেমন হতে পারে জেলও।
জেনে রাখুন কী কী নিয়ে উঠবেন না
আমরা অনেকেই জানি যে ট্রেনে লাগেজ হিসেবে উনুন, গ্যাস সিলিন্ডার, দাহ্য রাসায়নিক, আতশবাজি, অ্যাসিড এবং চামড়া বা ভেজা চামড়া, গ্রিজ, সিগারেট এবং বিস্ফোরকের মতো পদার্থ বহন করা নিষিদ্ধ। এমনকি এই বস্তু নিয়ে উঠলে তার শাস্তির নির্দেশ রয়েছে রেলের কড়া নিয়মে। কিন্তু এর পাশাপাশি এমন এক ফল রয়েছে যা নিয়ে ট্রেন যাত্রা করলেও জরিমানা ও শাস্তি দুই হতে পারে। এই ফলটি হল আমাদের কাছে অতি সামান্য কিন্তু ভীষণ উপকারী নারকেল। নামটা শুনে চমকে উঠলেন তো ! ভাবছেন এ আবার কী? নারকেলে এমন কি আছে যে রেল একবারে নিষিদ্ধই করল এই ফলটিকে।
শুকনো নারকেলের বাইরের তন্তুযুক্ত খোসা অত্যন্ত দাহ্যকর বস্তু, যা যেকোন ছোটোখাটো অগ্নিশিখার সম্পর্শে আসা মাত্র বড় লেলিহান আগুনে পরিণত হতে পারে। তাই ট্রেনের নিয়মে বলা হয়েছে যে নারকেল ফল ট্রেনে বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিয়ম লঙ্ঘনকারী যাত্রীদের জন্য শাস্তির বিধানও রয়েছে। এছাড়াও নিয়ম অনুসারে যদি কোনও যাত্রী ট্রেনে মদ্যপান করেন, তাহলে তাঁরা গুরুতর সমস্যায় পড়তে পারেন। রেলের নিয়ম অনুসারে, কোনও যাত্রী মদ্যপান বা মাদকাসক্ত অবস্থায় ট্রেনে ভ্রমণ করতে পারবেন না। এরকম করলে আপনি ট্রেন ভ্রমণের জন্য অযোগ্য ঘোষিত হতে পারেন। আপনার মান্থলিও বাতিল হয়ে যেতে পারে।