স্বামীর সঙ্গে মার্সিডিজের পিছনের সিটে বসেছিলেন গর্ভবতী মহিলা! হঠাৎই ওই গাড়িতে সোজা এসে পেছন থেকে ধাক্কা মারেন এক যুবক! তাতেই আহত হন ওই মহিলা। রবিবার রাতে মুম্বইয়ের কোস্টাল রোড এলাকার ঘটনা। জানা গিয়েছে, ১৮ বছরের এক তরুণ একটি মার্সিডিজ গাড়িতে ধাক্কা মারে। এর ফলে আহত হন এক ৩৩ বছর বয়সি গর্ভবতী ব্যবসায়ী মহিলা।
মালাবার হিল থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম ভ্যম পোদ্দার, তিনি ভুলেশ্বর এলাকার বাসিন্দা। তাঁকে ভারতীয় দণ্ডবিধির ধারা ২৮১ বেপরোয়া গাড়ি চালানো এবং ১২৫(এ) অর্থাৎ অন্যের প্রাণ বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করার কাজ, এই ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
দুর্ঘটনাটি ঘটে রাত প্রায় ১০:৫০ মিনিটে, কোস্টাল রোডের উত্তরমুখী টানেলের গেট নম্বর ৮-এর কাছে। পুলিশ জানিয়েছে, বান্দ্রার বাসিন্দা আহত মহিলা সোনম ভাবানি ওই মার্সিডিজ গাড়ির পেছনের সিটে তাঁর স্বামীর পাশে বসেছিলেন। মহিলা ছিলেন গর্ভবতী। তাঁরা মেরিন ড্রাইভ থেকে প্রভাদেবী যাচ্ছিলেন। এই সময় অভিযুক্ত ভ্যম পোদ্দার দ্রুতগতিতে গাড়ি চালিয়ে মার্সিডিজটিকে পিছন থেকে সজোরে ধাক্কা মারেন।
দুর্ঘটনায় সোনম ভাবানি মাথা, মুখ, পা ও পিঠে আঘাত পান। তাঁকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ আরও জানায়, অভিযুক্তের কাছে বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল। তবে তাঁকে তদন্তে সহযোগিতা করার জন্যে ইতিমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে।