সিঙাড়া, জিলিপি, লাড্ডুতে স্বাস্থ্য মন্ত্রকের সতর্কীকরণ নয়: প্রেস ইনফর্মেশন ব্যুরো!

❤️ Like 🔄 Share 👁️ 0 Share on WhatsApp জনপ্রিয় ভারতীয় স্ন্যাকস ও মিষ্টি সিঙাড়া জিলিপি লাড্ডুর ওপর বসাতে হবে স্বাস্থ্য সতর্কীকরণ লেবেল। এই নির্দেশ নাকি দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সম্প্রতি কিছু সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া জুড়ে এমন খবর ছড়িয়ে পড়ে। এই সমস্ত খাবার চিনি ও তেলে ভরপুর বলে নাকি এবার এগুলোকেও তামাকজাত দ্রব্যের মতই … Continue reading সিঙাড়া, জিলিপি, লাড্ডুতে স্বাস্থ্য মন্ত্রকের সতর্কীকরণ নয়: প্রেস ইনফর্মেশন ব্যুরো!