এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। আসতে চলেছে বহু প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর সিজন ৩। জনপ্রিয় অভিনেতা মনোজ বাজপেয়ী নিজেই জানালেন, কবে মুক্তি পেতে চলেছে এই থ্রিলার সিরিজের নতুন মরশুম।
কবে আসছে ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন ৩? এক সাক্ষাৎকারে মনোজ বাজপেয়ী জানিয়েছেন, সিরিজটি এই বছরের অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরুতেই মুক্তি পাবে। আইএমডিবি-তেও উল্লেখ করা হয়েছে, নভেম্বর থেকেই দেখা যাবে ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজনমনোজ বাজপেয়ী ৩। ফলে আর বেশি অপেক্ষা করতে হবে না দর্শকদের। আবারও ফিরে আসছে শ্রীকান্ত তিওয়ারির রোমাঞ্চকর গল্প ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন ৩।
জাজবাত বাংলায় আরও পড়ুন
মনোজ বাজপেয়ী বলেছেন, ‘‘শুটিং শেষ। যখন প্রথম শুরু করেছিলাম, বুঝতেই পারিনি এই সিরিজ এতটা জনপ্রিয়তা পাবে। আমি যত কাজ করেছি, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় যদি কিছু হয়, তা নিঃসন্দেহে ‘দ্য ফ্যামিলি ম্যান’।’’ তবে এবারের ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ৩-এ নতুন চমক। গত সিজনের মূল আকর্ষণ ছিলেন সামান্থা রুথ প্রভু। এবার মনোজ বাজপেয়ী জানিয়েছেন, সিজন ৩-এর সবচেয়ে হাইলাইট হবেন জয়দীপ আহলাওয়াত। মনোজ বলেন, ‘‘জয়দীপ একজন দুর্দান্ত অভিনেতা। ওর মতো সিরিয়াস অভিনেতার সঙ্গে কাজ করতে ভালোই লাগে।’’
‘দ্য ফ্যামিলি ম্যান’-এর মূল আকর্ষণই হলো শ্রীকান্তের একদিকে অফিস ও দেশের জন্য গুপ্তচর মিশন, আর অন্যদিকে সংসার, স্ত্রী-সন্তানকে সামলানোর সংগ্রাম। সেই উত্তেজনা আর আবেগের মিশ্রণেই তৈরি হয় এই সিরিজের আলাদা আবেদন। তবে এবার আরও অ্যাকশন, আরও চমক থাকছে এই সিরিজে। সিজন ৩-তে আরও থাকবে টানটান উত্তেজনা, পারিবারিক মুহূর্ত এবং চমকপ্রদ টুইস্ট। শ্রীকান্তের জীবনে আবারও আসবে নানা বিপদ, আর দর্শকদের জন্য অপেক্ষা করবে নতুন রোমাঞ্চ।