বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। ২৬ এর এই নির্বাচনের আগে এটাই শেষ তৃণমূলের শহিদ দিবস। ফলে আগামী সোমবার তৃণমূলের ২১ জুলাইয়ে যে বড় কিছু হবে তা স্পষ্ট। শুধু তাই নয়, এই মঞ্চ থেকেই আগামী বিধানসভা ভোটের রূপরেখা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দেবেন, তা কার্যত স্পষ্ট। ফলে ধর্মতলায় তাঁর বক্তব্যের দিকে থাকবে সবার নজর। শুধু তাই নয়, বঙ্গ বিধানসভা ভোটের আগে শাসকদলের এটা মেগা ইভেন্ট! আর তাই রেকর্ড ভিড়ের আশা করছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব।
গতবারের থেকেও এবার আরও বেশি করে মানুষ ধর্মতলামুখী হবেন বলেই আশা। সেই মতোই পরিকল্পনা সাজানো হচ্ছে বলে খবর। তবে তার আগে ধর্মতলায় আজ মঙ্গলবার হয়ে গেল খুঁটিপুজো। উপস্থিত ছিলেন একাধিক শীর্ষ নেতৃত্ব। হাতে আর একেবারেই সময় নেই। প্রত্যেকবারের মতো এবারও ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাই মঞ্চ বাঁধার কাজ শুরু হবে। সেখানেই এদিন এই খুঁটিপুজো করা হয়।
জাজবাত বাংলায় আরও পড়ুন
অন্যদিকে, নেত্রীকে যাতে সবাই দেখতে পারেন, সেজন্য এবারও উঁচু একটি মঞ্চ তৈরি করা হবে। তবে প্রতিকূল আবহাওয়া একটা বড় চ্যালেঞ্জ। যেভাবে বৃষ্টি হয়ে চলেছে তাতে মঞ্চ বাঁধার কাজ ব্যাহত হতে পারে বলে আশঙ্কা। যদিও ইতিমধ্যে সুব্রত বক্সি পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন। মঞ্চ তৈরি সহ একাধিক বিষয়ে বিস্তারিতভাবে পুলিশপ্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে।
অন্যদিকে আগামী সোমবার ২১ জুলাই। তার আগে থেকে তৃণমূল নেতা-কর্মীরা কলকাতায় আসতে শুরু করবেন। বিশেষ করে উত্তরবঙ্গ থেকে ট্রেন করে এবারও বহু কর্মী চলতি সপ্তাহের শেষেই কলকাতায় চলে আসবেন বলে খবর। আর তাই এবারও কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে বিধাননগর, নিউ টাউনে এঁদের রাত্রিবাস ও খাওয়ার বন্দোবস্ত করা হচ্ছে। স্টেশনগুলিতে তৃণমূলের তরফে ক্যাম্প খোলা হচ্ছে। সেখান থেকেই বাসে করে করে কর্মীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া হবে বলে খবর। সব মিলিয়ে পুজোর আগে ২১ জুলাইকে ঘিরে জোর প্রস্তুতি শহরে।