“নিজেকে বাঁচাতে ডোবাচ্ছে বাংলাকে” ভিভিসিকে নিশানা মমতার

❤️ Like 🔄 Share 👁️ 0 Share on WhatsApp সুদীপ্ত চট্টোপাধ্যায়– নদীমাতৃক বাংলার জল যন্ত্রণার জন্য ফের দিভিসিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর মতে, “কেউ নিজেদের বাঁচানোর জন্য জল ছেড়ে খালাস হয়ে যাচ্ছে।” মুখ্যমন্ত্রীর দাবি, বারবার বলার পরেও, ডিভিসি, পাঞ্চেত কেউ কথা শুনছে না। কেন্দ্রীয় সরকারকে খনন শুরুর আবেদন করা হলেও কাজের কাজ হয়নি। … Continue reading “নিজেকে বাঁচাতে ডোবাচ্ছে বাংলাকে” ভিভিসিকে নিশানা মমতার